পানি উন্নয়ন বোর্ডের তিন প্রকৌশলী বরখাস্ত
হাওর অঞ্চলে আগাম বন্যার ফলে সৃষ্ট ফসলহানির ঘটনায় বাঁধ নির্মাণ ও মেরামত কাজ তদারকিতে জড়িত পানি উন্নয়ন বোর্ডের ৩ প্রকৌশলীকে বরখাস্ত করেছে পানিসম্পদ মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (০২ মে) পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের নির্দেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্ত হওয়া তিন কর্মকর্তা হলেন- সিলেট পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল হাই, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলাম সরকার ও সুনামগঞ্জ থেকে প্রত্যাহার হওয়া নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন। মন্ত্রীর দপ্তর থেকে পাঠানো নির্দেশনায় বলা হয়- সুনামগঞ্জসহ আগাম বন্যায় প্লাবিত অন্যান্য জেলার হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার কাজে অনিয়ম, দুর্নীতি ও ধীরগতি সংক্রান্ত গুরুতর অভিযোগ তদন্তের জন্য সংশ্লিষ্ট কাজের সঙ্গে সরাসরি সম্পৃক্ত পানি উন্নয়ন বোর্ডের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে- দুর্নীতির বিষয়ে নিরপেক্ষ তদন্তের স্বার্থে আজকের (মঙ্গলবার) মধ্যেই সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর করা হবে। সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন- “আমি বিষয়টি শুনেছি। এখনো নির্দেশনার কোন কাগজ হাতে পাইনি।”