মৌলভীবাজারের দুটি জঙ্গি আস্তানায় চলছে সোয়াতের অভিযান। শহর জুড়ে ভীতিকর পরিস্থিতি, যেন আতঙ্কের জনপদ। গাড়ি-ঘোড়া নেই। কিন্তু তাই বলে তো আর বিয়ে স্থগিত করা যায় না। এমন পরিস্থিতিতে কোনো উপায় না পেয়েই পায়ে হেঁটে কনের বাড়িতে গেলে বর ও বরযাত্রীরা। এমনি একটি চিত্র দেখা গেছে জেলা সদরের মূল চত্বরে। বরযাত্রীদের সাথে নিয়ে বরকে পায়ে হেটেই বিয়ে সেন্টারের দিকে এগুতে দেখা গেছে। পুলিশের কড়া অবস্থানে গাড়ি চলাচল বন্ধ থাকায় শেষ পর্যন্ত পায়ে হেটে বউ যান তিনি। এদিকে বেলা ১২টার দিকে বিকট বিস্ফোরণ কেঁপে ওঠে আস্তানা এলাকা। বিস্ফোরণে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার শাহ জালাল জানান, আহত পুলিশ সদস্যের নাম কাওসার। জঙ্গি আস্তানার দিকে টিয়ার শেল মারার সময় আহত হয়েছেন তিনি। আজ সকাল থেকে বড়হাটে সোয়াট সদস্যদের জঙ্গিবিরোধী অভিযানের শুরু হয়েছে। পুরো এলাকা ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। সকাল থেকে সেখানে গুলির শব্দ শোনা গেছে। সোয়াট এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন ম্যাক্সিমাস’।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn