পুলিশের নতুন আইজিপি জাবেদ পাটোয়ারী
পুলিশের পরবর্তী আইজি কে হচ্ছেন- এ নিয়ে কিছু দিন ধরেই জোর আলোচনা চলছিল পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলগুলোতে। সরকার নতুন কাউকে শহীদুল হকের স্থলাভিষিক্ত করবে, নাকি তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেবে- এ নিয়েও নানা গুঞ্জন চলছিল। অবশেষে সরকার শহীদুল হকের মেয়াদ না বাড়িয়ে জাবেদ পাটোয়ারীকেই নতুন আইজিপি হিসেবে বেছে নেয়। অতিরিক্ত আইজিপি (প্রশাসন) একেএম শহীদুল হককে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর নতুন আইজিপি হিসেবে বেছে নেয় সরকার। পর দিন তিনি এ পদে যোগ দেন। গত বছরের জুলাই মাসে আইজিপি একেএম শহীদুল হককে বদলের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছিল। সরকারের উচ্চপর্যায় থেকে নতুন আইজিপির বিষয়ে প্রস্তাব তৈরি করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারীর নামও আইজিপি হিসেবে প্রস্তাব পাঠাতে বলা হয়। এই প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর আগেই ফাঁস হয়ে যায়। এর পর একটি পক্ষ প্রস্তাবের বিরোধিতা শুরু করে। জোর আলোচনার মধ্যে তখন সরকার শহীদুল হককে বদলের সিদ্ধান্ত থেকে সরে আসে; পুলিশ প্রশাসনে চাউর হয় নানা গল্প।
সূত্র: আমাদের সময়
/ইউডি/