সিরাজগঞ্জের বেলকুচি থানা পুলিশের উপ-পরিদর্শকের পিস্তলের গুলিতে এক স্কুলছাত্র আহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মাদক মামলার এক আসামি আটকের সময় স্বজনের বাধা ও ধস্তাধস্তির সময় এ ঘটনা ঘটে। পরে স্কুলছাত্রকে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মঞ্জুর আলম শুভ (১৫) উপজেলা উত্তর চন্দনগাতি গ্রামের জুয়েল আকন্দের ছেলে ও স্থানীয় একটি স্কুলের ১০ শ্রেণীর ছাত্র। বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে একজন কনস্টেবল সঙ্গে নিয়ে উপ-পরিদর্শক নাজমুল হক মোটর সাইকেলযোগে মাদক মামলার আসামি চন্দনগাতি গ্রামের রমজান আলীর বাড়িতে গিয়ে তাকে আটক করেন। এরপর তাকে মোটর সাইকেলে তুলে থানায় নিয়ে আসার পথে স্থানীয় নারী-পুরুষরা আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তারা মোটর সাইকেল ফেলে দিয়ে উপ-পরিদর্শক নাজমুল হককে কিলঘুষি মারতে থাকে।
এক পর্যায়ে উপ-পরিদর্শকের পিস্তলের একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে মঞ্জুর আলম শুভ আহত হয়। তবে আসামি রমজানকে শেষ পর্যন্ত থানা হেফাজতে আনতে সমর্থ হয় পুলিশ। ঘটনার পরই আহত শুভকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া  হয়। সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর আলম হাসপাতালে তাকে দেখতে যান। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফয়সাল আহম্মেদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডান পায়ের উপরিভাগে গুলিবিদ্ধ অবস্থায় শুভকে হাসপাতালে আনা হয়।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করায় রোগীকে নিয়ে তারা রাত সাড়ে ৯টার দিকে হাসপাতাল ত্যাগ করেছেন। এদিকে, আহত শুভর খালু জাহাঙ্গীর আলম জানান, রমজানকে আটকের সময় স্বজনদের সঙ্গে বাক-বিতণ্ডার এক পর্যায়ে এসআই নাজমুল হক এক নারীর গালে থাপ্পড় দেন। এ কারণে তার স্বজনরা ক্ষেপে গিয়ে তার উপর চড়াও হয়। ওই সময় ওই পুলিশ কর্মকর্তা তার পিস্তল দিয়ে গুলি করলে পাশে দাঁড়িয়ে থাকা ভাগ্নে শুভ আহত হয়। তার ডান পায়ের হাটুর উপরে গুলি লেগে অপর পাশ দিয়ে বের হয়ে যাবার সময় হাতের আঙ্গুলেও লেগেছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn