প্রথমবারের মতো ভারতে আইএসের হামলা
আন্তর্জাতিক ডেস্ক ।।
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ভারতের মধ্য প্রদেশের একটি যাত্রীবাহী ট্রেনের শেষ কামরায় একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। এ হামলার ঘটনায় অন্তত ১০ আরোহী আহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাবরী রেল স্টেশনের ভুপাল-উজ্জেইন ট্রেনে এ হামলার মধ্য দিয়ে প্রথমবারের মতো আইএস ভারতে হামলা চালালো। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক জঙ্গি। তবে বড় ধরনের হামলা চালানোর আগেই তাদের প্রতিহত করতে পেরেছে নিরাপত্তা বাহিনী। হামলার সঙ্গে জড়িত সন্দেহে আটজনকে আটক করা হয়েছে। নাশকতায় জড়িতদের আটক করতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে অভিযান শুরু করেছে পুলিশ।