‘ভুল’ চিকিৎসায় রাজধানীর গ্রীন রোডের সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই খবরে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীর সহপাঠীরা হাসপাতালে গিয়ে ভাঙচুর চালিয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ওই ঘটনা ঘটে। আফিয়া জাহান চৈতি নামের ওই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

খোঁজ নিয়ে জানা যায়, আফিয়াকে বুধবার দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। তখন চিকিৎসকরা জানান তার লিউকোমিয়া (রক্ত বা অস্থিমজ্জার ক্যান্সার) হয়েছে। সেই অনুযায়ী ওই শিক্ষার্থীর চিকিৎসাও শুরু হয়। কিন্তু বৃহস্পতিবার সকালে চিকিৎসকরা জানান তার ডেঙ্গু হয়েছে। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আফিয়ার মৃত্যু হয়। এই খবর পেয়ে তার সহপাঠীরা হাসপাতালে গিয়ে ভাঙচুর করে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ওই ছাত্রীকে গতকাল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান তিনি ক্যান্সার আক্রান্ত। কিন্তু পরবর্তীতে তারা জানান তার ক্যান্সার নয় ডেঙ্গু হয়েছে। আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রীর মৃত্যু হয়। তিনি আরো বলেন, ঢাবির ওই ছাত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত শিক্ষার্থীরা হাসপাতালে গিয়ে ভাঙচুর করে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি শান্ত আছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি, এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn