প্রধানমন্ত্রী’র আগমন উপলক্ষে দিরাইয়ে আ.লীগের প্রস্তুতি সভা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে ঘিরে হাওরের বিপন্ন লাখো মানুষ মিলিত হবে শাল্লায়। হাওরবাসির দুর্যোগ দেখতে শাল্লাকেই বেছে নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা একটি মানবিক প্রোগ্রাম। বিপন্ন মানুষের পাশে দাঁড়াতেই তিনি শাল্লায় আসছেন রোববার। এই দুর্যোগ মুহুর্তে প্রধানমন্ত্রীর সফর হাওরবাসির মনে প্রত্যাশার আনন্দের জোয়ার বইছে। আগামী রোববার শাল্লায় প্রধানমন্ত্রীর সফরকে সাফল করতে বৃহস্পতিবার রাতে দিরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কলেজ রোডস্থ কমিউনিটি সেন্টারে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- ছাতক-দোয়ারার সাংসদ মুহিবুর রহমান মানিক, দিরাই-শাল্লার সাংসদ ড. জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীরবিক্রম, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, তালুকদার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, করুনা সিন্ধু চৌধুরী বাবুল, হায়দার চৌধুরী লিটন, মলয় চক্রবর্তী, এমদাদ চৌধুরী, সোয়েব আহমদ চৌধুরী প্রমুখ।
বক্তব্যকালে মুহিবুর রহমান মানিক বলেন- প্রধানমন্ত্রী ও জননেত্রীর শেখ হাসিনার সফর হাওরবাসির হতাশায় প্রত্যাশা জাগবে, অঞ্চলের অর্থনৈতিক দুরবস্থা থাকবে না। হাওরবাসীকে তিনি বঞ্চিত করবেন না। তিনি গোপালগঞ্জ আর সুনামগঞ্জকে একইভাবে দেখেন। গত ৩০ মার্চের নির্বাচনে বিজয়ের আনন্দ বাদ দিয়ে আমরা বরাম হাওরের বাঁধ রক্ষার কাজ দেখতে যাই। শপথ না নিয়েই জয়া সেনগুপ্তা কৃষকের দুর্যোগের পাশে দাঁড়ান। প্রাণপণ চেষ্টা করেও কোন হাওর বাঁচানো গেল না। একে একে সুনামগঞ্জের সবকটি হাওর তলিয়ে গেল। দিশেহারা হয়ে পড়লো হাওরবাসি। কৃষকের দুর্দশায় হাওরের কৃতি সন্তান মাননীয় রাষ্ট্রপতি আবদুল হামিদ ১৭ এপ্রিল সুনামগঞ্জের ফসল হারানো মানুষের পাশে অবস্থান নেন, কথা বলেন, নানাভাবে আশ্বস্থ করেন। পরদিন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফজ্জল হোসেন মায়া হাওরাঞ্চলে সফর করেন। সরকারের পক্ষ থেকে ত্রাণ সামগ্রীসহ বিভিন্ন বরাদ্দ দেয়া হয়। পরিশেষে হাওর বান্ধব ও কৃষক বান্ধব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুর্গত মানুষকে সরেজমিন দেখার ইচ্ছা পোষণ করেন। আগামী রোববার তিনি হাওরের বিপন্ন মানুষের পাশে দাঁড়াবেন এবং এসময় তিনি ত্রাণসামগ্রী বিতরণ করবেন।
কাল শুক্রবার শাল্লায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমীন চৌধুরী। এসময় অওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।