মোহাম্মদ হোসেন(ফেসবুক স্ট্যাটাস থেকে)

আপা, আমি এক কৃষকের পোলা। থাকি লন্ডন। হৃদয়ে বাংলাদেশ। মনটা খুব খারাপ। হাওরবাসির ফসল তলিয়ে গেছে। বাঁধ ভেঙ্গে। আপনার পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা আর দুষ্টু টিকাদাররা মিলে পথে বসিয়েছে লক্ষলক্ষ কৃষকদের। শাস্তি হিসেবে কর্মকর্তাদের বদলি করা হয়েছে। বদলি কি উত্তম শাস্তি? আর টিকাদারেরা তো বেনসন সিগারেট খাইয়া শহরময় ঘুরে বেড়াইতেছে। এদিকে কৃষকের ঘরে খাওয়া নাই । জলে মাছ নাই । পচা ফসল খেয়ে মাছও মরিয়া উঠিতেছে । কৃষক পরিবারগুলো বাঁচবে কি করে? সন্তানের লেখাপড়া? ব্যাংক ঋণ ? মহাজনের সুদ? তাদের দেখার বুঝি কেউ নাই? দুর্যোগ সচিব এসেছিলেন। সুনামগঞ্জে। এসে মানুষ বাঁচানোর কোন পথ তো দেখালেন না। উলটো বলে গেলেন, ছাগল মরতে হবে, মানুষ মরতে হবে। তারপর চিন্তা করে দেখবেন, দুর্গত এলাকা ঘোষণা করা যায় কিনা। তিনি আন্তর্জাতিক আইন দেখিয়েছেন। লাল ফিতার দৌড়ত্ব আর কত দেখাবেন । বলেছেন ওরা মূর্খ। ঠিক আছে, ওরা মূর্খ-ই। মূর্খদের কি বাঁচার অধিকার নেই? আপনারাই তো বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এটা কি শুধু স্লোগান? স্থানীয় নেতারা কদিন যাবত খুব কান্নাকাটি করিতেছেন। যদিও বাঁধের খবর তারা আগে নেন নাই। দুর্যোগ সচিব এলাকার লোকজনকে মূর্খ বলার পরও তারা ‘জি হুজুর” চোখে তাকাইয়া ছিলেন। এখন কৃষকের বন্ধু বলতে আর কেউ নাই। শেষ ভরসা আপনি। আর উপরে স্রস্টা। একটু কী তাকাবেন ? দয়া করে। অসহায় মানুষগুলোর দিকে। আপনি তাকালে মানুষগুলো বাঁচে। তাকান প্লিজ। জাতির জনকের কন্যা। অগণিত দুখী মানুষের অনন্ত আকাঙ্ক্ষা। আশ্রয়। তাকাবেন না ?

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn