প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘ঘোড়া চড়ে’ দেশ এগিয়ে চলছে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঘোড়া চড়ে দেশ এগিয়ে চলছে। আরেকটি টার্ম এই সরকার ক্ষমতায় থাকলে দেশে দরিদ্রতা থাকবে না। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে জেলা ও মহানগর আওয়ামীলীগ আয়োজিত সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা গুলো বলেন। অর্থমন্ত্রী এ সময় বলেন, আমরা যখন ক্ষমতায় এসেছি তখন ৩০ শতাংশ ছিল দরিদ্রতার হার। তার থেকে ৯ শতাংশ লোককে আমরা দরিদ্রতা থেকে মুক্তি দিয়েছি। ৯২ হাজার কোটি বাজেট নিয়ে আমরা যাত্রা শুরু করি। বর্তমানে ৪ লক্ষ দুইশ কোটি টাকার উপরে দাঁড়িয়েছে বাজেটের আকার। আমরা জনকল্যাণ ও মানুষের মঙ্গলের জন্য কাজ করছি। আমরা শহর ও গ্রামের পার্থক্য দূর করার চেষ্টা করছি। এখন গ্রামগুলোতে শহরের সকল সুযোগ সুবিধা রয়েছে। তাকে দুইবার নির্বাচিত করে টানা ৯ বছর কাজ চালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সিলেটবাসীকে অভিনন্দন জানান অর্থমন্ত্রী। সিলেটকে আধ্যাত্মিক শহর উল্লেখ করে এটিকে উন্নয়নমূলক শহরে পরিণত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান আবুল মাল আবদুল মুহিত। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ সিলেটের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম ইমরান আহমদ চৌধুরী এমপি, মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেসা হক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহের এমপি, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেসার আহমেদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, কৃষিলীগ সভাপতি মোতাহের হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, যুব মহিলা লীগ সভানেত্রী নাজমা আক্তার, যুব লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল হক আতিক, ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, স্বাচিবের মহাসচিব ডা. মুরশেদ আহমদ চৌধুরী, শ্রমিকলীগ সভাপতি এজাজুল হক, মহানগর কৃষকলীগের সভাপতি মুমিন চৌধুরী, মহানগর শ্রমিকলীগ সভাপতি এম শাহরিয়ার কবির, মহানগর মহিলা আওয়ামী লীগ সভানেত্রী শাহানারা বেগম, জেলা মহিলা লীগের সভাপতি রুবি ফাতেমা ইসলাম, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামিম আহমদ, যুব মহিলা লীগ নেত্রী জিন্নাত আলম, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, স্বেচ্ছাসেবক লীগের সিলেট মহানগরের সভাপতি আফতাব উদ্দিন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার।