সুনামগঞ্জ থেকে জনতার বিশাল বহর নিয়ে প্রধানমন্ত্রী্র সিলেটের জনসভায় যোগদেবে বলে জানালেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন। তিনি বলেন, দলীয় সভানেত্রী সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করছেন। নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। রেকর্ড সংখ্যক নেতাকর্মীরা ঐতিহাসিক এই জনসভায় যোগ দেবেন বলে আম্রা আশা করছি। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সিলেটে আসছেন। দেশের বৃহত্তম এই রাজনৈতিক দলটি পুণ্যভূমি সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবে। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ে উদ্বোধনের সঙ্গে আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুরুত্বপূর্ণ এই জনসভায় সুনামগঞ্জ জেলা থেকে প্রায় অর্ধ লক্ষাধিক নেতাকর্মী অংশ নেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। জানা যায়, জেলা আওয়ামী লীগের উদ্যোগে সুনামগঞ্জ থেকে নেতা-কর্মীদের সুবিধার্তে সিলেট যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে। বেশ কয়েক হাজার আ.লীগ নেতাকর্মী সিলেট জড়ো হয়ে আলিয়া মাদ্রাসা মাঠে মিছিল সহকারে যাবেন। তার অংশ হিসেবে রোববার শহরে কেন্দ্রীয় আ.লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রচারণাও চালান। প্রচারণা চালানোর সময় নেতাকর্মীদের বিভেদ ভুলে দলীয় সভানেত্রীর জনসভা সফল করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি প্রতিটি আসনের এমপিরাও শোডাউনের প্রস্তুতি নিয়েছেন। মিছিল সহকারেই তারা আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেবেন। এমপিদের সঙ্গে পাল্লা দিয়ে সম্ভাব্য প্রার্থীরাও নিজের অবস্থান জানান দিতে বেশ কয়েক দিন ধরেই শোডাউনের প্রস্তুতি নিচ্ছেন। ক্যাপ, গেঞ্জি তৈরি করে দিয়েছেন মিছিল ও সমাবেশে যোগ দেয়ার জন্য নেতাকর্মীদের। সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের এমপি মুহিবুর রহমান মানিক প্রতি বারের মত এবারও বৃহৎ মিছিলের প্রস্তুতি নিয়েছেন। তার মিছিলে ১৫-২০ হাজার নেতাকর্মী অংশ নেয়ার কথা রয়েছে। এমপি মানিকের ব্যক্তিগত কর্মকর্তা মোশাহিদ আহমদ বলেন, আমরা জননেত্রীর জনসভায় আগের মত বড় মিছিল সহকারে অংশ নিয়ে পুরাতন ঐতিহ্য ধরে রাখতে চাই। আমাদের মিছিল শুরু হবে বেলা ১২টায় সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে। সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল বলেন, সিলেটের জনসভায় নেতাকর্মীদের যাবার জন্য ৩৫-৪০টি বাস রাখা হয়েছে। আশা করছি আওয়ামী, ছাত্রলীগের প্রায় ৫ হাজার নেতাকর্মী জনসভায় যোগ দেবেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn