প্রবাসী স্বামীর টাকা আত্মসাতে স্ত্রীর ‘ডাকাতি’ নাটক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কুয়েত প্রবাসীর ১৩ লাখ টাকা আত্মসাতের জন্য ‘ডাকাতির’ নাটক সাজিয়েছেন তার স্ত্রী শান্তি বেগম। পুলিশ সূত্রে জানা গেছে, শহরতলীর খাসগাঁও এলাকার কুয়েত প্রবাসী খোকা মিয়ার বাড়িতে ২৩ মে বুধবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে; এমন খবরে পুলিশ ও স্বজনদের জড়ো করে শান্তি বেগম। কিন্তু ডাকাতির আলামত দেখে পুলিশের সন্দেহ জাগে। পরে শান্তি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে নেওয়া হয়। এ সময় সে ডাকাতির নাটকের কথা স্বীকার করে। শান্তি বেগম পুলিশকে জানান, জমি কিনতে তার স্বামী দীর্ঘদিন ধরে বিদেশ থেকে চাপ দিয়ে আসছিলেন। তার হাতে কোনও টাকা নেই; এই কথা তিনি স্বামীকে বিশ্বাস করাতে পারেননি। তাই স্বামীর হাত থেকে টাকা বাঁচাতে এই নাটক সাজিয়েছেন। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম শক্রবার বাংলা ট্রিবিউনকে এই ডাকাতি নাটকের তথ্য নিশ্চিত করেন। ঘটনার শিকার খোকা মিয়া কুয়েত থেকে ফোনে ওসি নজরুল ইসলামকে বলেন, ‘জীবনের সব সঞ্চয় দেশে স্ত্রীর কাছে পাঠিয়েছি। দুই দিন আগেও স্ত্রী বলেছে, জমি কেনার টাকা ব্যাংক থেকে তুলে রেখেছে। বুধবার রাতে বলেছে, ডাকাতি হয়ে গেছে। ১৩ লাখ টাকা দিয়ে বৃহস্পতিবার জমি কেনার কথা হয়েছিল তার সঙ্গে।’ পুলিশ জানিয়েছে, এ ঘটনায় শান্তি বেগমের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।