রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট ড. শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে হলের কার্যালয়ে না আসার অভিযোগে তার কার্যালয়ে তালা দিয়েছেন ওই হলের শিক্ষার্থীরা। মঙ্গলবার(২১ মার্চ) বিকাল তিনটায় চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাজীব আহম্মেদেও নেতৃত্বে প্রায় অর্ধ শতাধিক ক্ষুব্ধ শিক্ষার্থী প্রভোস্টের কক্ষে তালা ঝুলিয়ে দেন। এ বিষয়ে রাজীব আহম্মেদ পূর্বপশ্চিমকে বলেন, হলে ছাত্রদের কোনো সমস্যা হলেও তিনি আসেন না। সোমবার (২০ মার্চ) আমরা হলের সমস্যা নিয়ে স্যারের ডিপার্টমেন্টে কথা বলতে গেলে তিনি আমাদের তার কক্ষেই প্রবেশ করতে দেননি। এজন্য আমরা তালা ঝুলিয়ে প্রতিবাদ করছি। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রতি সেমিস্টার ফাইনালের আগে হলের পাওনা টাকা পরিশোধ করে হল থেকে ‘না দাবি পত্র’ নিতে হয় । কিন্তু তিনি হলেও আসেন না । এমনকি ডিপার্টমেন্টে গিয়েও তাকে পাওয়া যায় না । ফলে আমাদের সময় নষ্ট হয়। ওই হলের শিক্ষার্থী নাজমুল হুদা বলেন, প্রতি বছর হলের আবাসিক চার্জ বাড়ানো হলেও আমাদের রুমে লাইট, সকেট, নষ্ট হলে নিজেদেরই ঠিক করতে হয়। পানির সংকট, নোংরা বাথরুম তো আছেই। প্রভোস্ট নিয়মিত তদারকি করলে এসব সমস্যা থাকতো বলে মনে করেন শিক্ষার্থীরা। হল সূত্রে জানা যায়, প্রভোস্ট সর্বশেষ গত ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে খাবার বিতরণের সময় এসেছিলেন। এ বিষয়ে জানতে চাইলে ড. শহীদুল ইসলাম বলেন, ক্লাস ও পরীক্ষা নিযে ব্যস্ত থাকায় আমার হলে যাওয়ার সুযোগ হয় না। তবে সহকারী প্রভোস্টদের মাধ্যমে সার্বক্ষণিক তদারকি করি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn