প্রযোজনায় জয়া আহসান
এত দিন জয়াকে দর্শক অভিনেত্রী হিসেবেই চিনতেন। এ বার অভিনেত্রীর পাশাপাশি তাকে এক অন্য ভূমিকায় দেখবেন দর্শক। দেখবেন প্রযোজক হিসেবে। জয়ার প্রযোজনা সংস্থা ‘সি তে সিনেমা’র প্রথম প্রযোজনা ‘দেবী’। বাংলাদেশ সরকারের কাছ থেকে অনুদানও পেয়েছেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির ফার্স্ট লুক। ছবির দায়িত্বে রয়েছেন অনম বিশ্বাস। মিসির আলির চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরিকে। জয়া থাকছেন ‘দেবী’ গল্পের রানুর ভূমিকায়। প্রথম প্রযোজনা হিসেবে মিসির আলিকে বেছে নিলেন কেন? জয়া শেয়ার করলেন, ‘‘হিমু বা মিসির আলি খুবই আইকনিক চরিত্র। আমাদের মনের কাছের, প্রাণের কাছের। খুব পাওয়ারফুল চরিত্র। আমার মনে হয় চঞ্চল জাস্টিস করতে পেরেছেন। ফার্স্ট লুকের পরই প্রচুর সাড়া পেয়েছি। আমারও রানু চরিত্রটা করার খুব ইচ্ছে ছিল। কিন্তু কেউ করছিলেন না। আমিই সাহস করে করলাম।’’ এই ছবির শুটিং শেষ করেছেন জয়া এবং তার টিম। আপাতত পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সব কিছু ঠিক থাকলে এ বছরই মুক্তি পাবে ছবিটি। দুই বাংলাতেই কি ‘দেবী’ মুক্তি পাবে? জয়ার কথায়, ‘‘বাংলাদেশে তো মুক্তি পাবেই। ভারতেও আমি চেষ্টা করব।’’