প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করছে জনগণ : বিএনপি
সু,বার্তা ডেস্ক :: নতুন অর্থবছরের (২০১৯-২০) প্রস্তাবিত বাজেট জনগণ প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছে বিএনপি। শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির পক্ষ থেকে বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ দাবি করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারকে অনির্বাচিত আখ্যা দিয়ে ফখরুল বলেন, এই সরকারের বাজেট দেয়ার নৈতিক অধিকার নেই। এই বাজেটে জনগণের ওপর করের বোঝা বাড়বে। ধনী-গরিবের বৈষম্য বাড়বে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এবং শায়রুল কবির খান।