চিকিৎসক প্রিয়াংকা তালুকদার ওরফে শান্তার (২৯) রহস্যজনক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় সুনামগঞ্জে শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন করা হয়। এর আগে একই স্থানে একই দাবিতে মানববন্ধন করে জেলা মানবাধিকার কমিশন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রিয়াংকা তালুকদার চিকিৎসকের পাশাপাশি সংস্কৃতিকর্মী ছিলেন। তিনি সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ এবং ভালো গান গাইতেন। একজন সংস্কৃতিকর্মী ও চিকিৎসকের এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। শ্বশুরবাড়ির লোকজন প্রিয়াংকাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ফৌজি আরা বেগম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অলক ঘোষ চৌধুরী, সংগীতশিল্পী দেবদাস চৌধুরী প্রমুখ।

গত রোববার সকালে সিলেট নগরের পশ্চিম পাঠানটুলা আবাসিক এলাকায় স্বামীর বাসা থেকে প্রিয়াংকার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সুনামগঞ্জের পৌর শহরের নতুনপাড়া এলাকার বাসিন্দা প্রিয়াংকা সিলেটের পার্ক ভিউ মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের প্রভাষক ছিলেন। তাঁর স্বামী দিবাকর দেব পেশায় স্থপতি ও একটি ফার্ম চালান। পাঁচ বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn