সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। গতকাল ভারতের ভুবনেশ্বরে অবস্থিত কলিঙ্গা স্টেডিয়ামে নেপালের সঙ্গে ১-১ গোলে ড্র করে রাউন্ড রবিন পর্বের শীর্ষে থেকেই ফাইনালে উঠল লাল-সবুজের জার্সিধারী যুবারা।এক পয়েন্ট পেলেই ফাইনাল নিশ্চিত হবে। এমন সমীকরণ নিয়েই নেপালের মুখোমুখি হয় পল স্মলির শিষ্যরা। কাক্সিক্ষত ড্র নিয়েই মাঠ ছাড়েন পিয়াস আহমেদরা। ম্যাচের প্রথমার্ধ্বে দুই দলই গোল শূন্য থাকে। দ্বিতীয়ার্ধ্বে খেলতে নেমে ৬৩তম মিনিটে পিয়াস আহমেদ নোভার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। পাঁচ মিনিট পর নিরঞ্জন মাল্লার গোলে সমতায় ফেরে নেপাল। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ। ৭ পয়েন্ট সংগ্রহ করেছে নেপাল। সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে ২০১৭ সালে রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত খেলায় রানার্সআপ হয় বাংলাদেশ। ২০১৯ সালে ফাইনালে ভারতের কাছে পরাজিত হয় ২-১ গোলে। সেই টুর্নামেন্টটাই এবার অনূর্ধ্ব-২০ নামে অনুষ্ঠিত হচ্ছে। আবারও ফাইনালে বাংলাদেশ। এবার কি শিরোপার স্বাদ দিতে পারবে যুবারা?
গতকাল ম্যাচের পর কোচ পল স্মলি বললেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিল ফাইনাল খেলা। আমাদের ছেলেরা কঠোর পরিশ্রম করে লক্ষ্য পূরণ করেছে।’ তবে এখান থেকে খালি হাতে ফিরতে রাজি নন তিনি। খালি হাতে ফিরতে রাজি নন পিয়াস আহমেদরাও।
সংবাদ টি পড়া হয়েছে :
১০৬ বার