ফেল করে ছাত্রীর ট্রেনের নিচে ঝাঁপ, বাঁচাতে গিয়ে নিহত খালা
জামালপুরের ইসলামপুর উপজেলায় এসএসসিতে অকৃতকার্য হওয়ায় শারমীন আক্তার নামে এক ছাত্রী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। এসময় তাকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন শুকতারা নামে তার অন্তঃসত্ত্বা খালাও। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে উপজেলার টংগের আলগা এলাকায় এ ঘটনা ঘটে। শারমীন ইসলামপুরের শহীদ জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম গার্লস স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ছিলো। ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল খালেক আকন্দ জানান, বিজ্ঞান বিভাগের ছাত্রী শারমীন আক্তার এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়। বৃহস্পতিবার দুপুরে ফলাফল প্রকাশের পর শারমীন দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্ত:নগর তিস্তা ট্রেনের নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। এ সময় তার খালা শুকতারা শারমীনকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। জানা গেছে, শারমীন ইসলামপুর উপজেলার হাড়িয়াবাড়ী গ্রামের আব্দুস সালামের মেয়ে। সে টংগের আলগা গ্রামে নানা আব্দুল লতিফের বাড়িতে থেকে লেখাপড়া করতো। নিহত শুকতারা আব্দুল লতিফের মেয়ে।