ফেসবুকের কল্যাণে বাড়ি খুঁজে পেলেন জাকির
বার্তা ডেক্সঃঃঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে মানসিক ভারসাম্যহীনদের নিয়ে রেস্টুরেন্টে খাওয়ান ওসমান আরবি। মাথাপিছু ২০০ টাকা করে খরচ করেন তিনি। সম্প্রতি ৩০ বছর বয়সী একজন মানসিক ভারসাম্যহীনের স্বাভাবিক কথা ও আচরণ তার নজর কাড়ে। এরপর তার অনেক দিন না কাটা চুল-দাড়ি কেটে নতুন পোশাক পরান আরবি। ভারসাম্যহীন মানুষটা জানান, তার বাড়ি যশোর, নাম ওসমান আরবি বলেন, ‘ওর সাথে কথা বলার পরপরই আমি ফেসবুকে নিখোঁজের সন্ধান চেয়ে পোস্ট করি। ফেসবুকের পোস্টটি ভাইরাল হয়ে যায়। আশার কথা হচ্ছে তার পরিবারের নজরে আসে বিষয়টি। তারাও তাকে পেতে মরিয়া হয়ে যায়। ’
‘এরপর ৫ অক্টোবর (সোমবার) আমার পরিচিত এক বাসে তাকে উঠিয়ে দেই। চুক্তি করে নিই, তিনি ঝিনাইদহের পাগলা কানাই গিয়ে কিছু চিনলে তাকে রেখে আসতে, আর না চিনলে যেন আবার তাকে ঢাকাতেই ফেরত নিয়ে আসা হয়। ভারসাম্যহীন মানুষটার বাড়ি যশোর, তবে যেতে চায় ঝিনাইদহের পাগলা কানাই’, বলেন তিনি। চুক্তি অনুযায়ী বাসের ড্রাইভার-হেল্পার জাকিরকে পাগলা কানাই এলাকায় পরিবারের কাছে পৌঁছে দেয়। সন্ধানদাতা আরবি তাকে পরিবারের কাছে পৌঁছাতে পেরে বেশ আনন্দিত, পাশাপাশি তার পরিবারের সদস্য ও এলাকাবাসীও দম ফিরে পেয়েছে। জাকির ওরফে নাসিরের পৈত্রিক বাড়ি যশোর। বহুদিন আগে তার বাবা-মা ঝিনাইদহের বেতাই গ্রামে এসে আশ্রয় নেন স্থানীয় চেয়ারম্যান ওয়াহাব আলীর বাড়িতে। এরপর এখানকার স্থানীয় বলেই পরিচিত তারা।
প্রসঙ্গত, ২ বছর আগে মানসিক ভারসাম্যহীন নাসির হারিয়ে যান। এর আগে তিনি গ্রামে গ্রামে ভিক্ষা করে বেড়াতেন। স্থানীয় গান্না ইউনিয়নে তিনি বেশ পরিচিত। পূর্বপশ্চিমবিডি