ফেসবুক পোস্ট নিয়ে শ্রীলঙ্কায় মসজিদে হামলা
আন্তর্জাতিক ডেস্ক:: ফেসবুকে এক পোস্টের জেরে শ্রীলঙ্কায় বেশ কয়েকটি মসজিদে হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা। এসময় স্থানীয় এক ব্যক্তিকে মারধরসহ মুসলমানদের দোকানে হামলা চালানো হয়। রোববার (১২ মে) দেশটির পশ্চিম উপকূলীয় চিলোও শহরে এ ঘটনা ঘটে। সপ্তাহ তিনেক আগে শ্রীলঙ্কার চারটি হোটেল ও তিনটি গির্জায় আত্মঘাতী বোমা হামলা চালায় জঙ্গিরা। এতে প্রাণ হারান অন্তত ২৫০ জন। এ ঘটনার পর থেকেই দেশটির বিভিন্ন অঞ্চলের মুসলমানরা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন। এবার ফেসবুকের এক পোস্ট নিয়ে মুসলমান যুবককে মারধরসহ মসজিদে হামলা চালানো হলো। এ ঘটনার পর থেকেই থমথমে রয়েছে চিলোও শহর। শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে আগামীকাল ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। পরে জানানো হয়, ভোর ৪টায় কারফিউ তুলে নেওয়া হবে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, কথিত ফেসবুক পোস্টে একব্যক্তি সিংহলিজ ভাষায় লিখেছেন, আমাদের কাঁদানো কঠিন। এর সঙ্গে মুসলমানদের বিরুদ্ধে স্থানীয় একটি গালি জুড়ে দেওয়া হয়।