ছাতক :: সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, তৃণমুল পর্যায়ে সার্বিক উন্নয়ন পৌছে দিতে স্থানীয় সরকার বিভাগকে আরো শক্তিশালী করা হচ্ছে। গ্রামীন অবকাঠামোগত উন্নয়ন তরান্বিত করতে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ইউনিয়ন পরিষদ গড়ে তোলা হচ্ছে। তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে চলছে উন্নয়নের মহাযজ্ঞ। এ সরকার ক্ষমতায় আসলেই দেশের জনগণের ভাগ্যোন্নয়ন সাধিত হয়। ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকায় শুধুমাত্র এলজিইডি’র অধীনে ৩’শ কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে। এ অঞ্চলে সড়ক যোগাযোগ, শিক্ষা, বিদ্যুৎ ও স্বাস্থ্য খাতের কাংখিত উন্নয়ন হয়েছে আওয়ামীলীগ তথা শেখ হাসিনার সরকারের সময়।
শনিবার বিকেলে ১ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ছাতক সদর ইউনিয়ন পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে পরিষদ মাঠে আয়োজিত বিশাল এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে ও ইউপি সদস্য আব্দুল মালিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের উপ-পরিচালক ফারুক আহমদ, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক উপজেলা প্রকৌশলী আবুল মনসুর মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, অধ্যক্ষ আব্দুল গফফার, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, কাজী আনোয়ার মিয়া, আবুল হাসনাত, ছাতক উপজেলা যুবলীগের সভাপতি ও জাউয়াবাজার ইউনিয়নের চেয়ারম্যান মুরাদ হোসেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, ছালিক মিয়া।
বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাফিজ আলী, সাধারণ সম্পাদক নাজমুল হুসেন, ছাতক উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজামুল হক রিপন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আসাদুজ্জামান, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নূর হোসেন, ইউপি সদস্য ময়না মিয়া, আতাউর রহমান, আব্দুস সালাম প্রমুখ।
সভায় সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী, মোশাহিদ আলী, এড. ছায়াদুর রহমান ছায়াদ, এড. সাহাব উদ্দিন, এড. মনির উদ্দিন, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, আওয়ামীলীগ নেতা আব্দুল আউয়াল, সাব্বির আহমদ, আব্দুল মোমিন, আব্দুল মুকিত, ফয়জুল কবির লাকি, আব্দুল কাদির, মাও. আফতাব উদ্দিন, শিক্ষক কামাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রঞ্জন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, যুবলীগ নেতা আনিছুর রহমান চৌধুরী সুমন, খায়রুল হুদা, মিনহাজুর রহমান তাপস, আব্দুল গফুর, মাহবুব মিয়া, ফজলু মিয়া মেম্বার, সাব্বির হুসাইন, ইউপি সদস্য ইব্রাহিম আলী, কাজী মারুফ, সুলতান মিয়া, সদস্যা তাহমিনা আক্তার, আফিয়া বেগম, রওশন আরা বেগম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শিপলু মিয়া, মাহবুব আলম সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ সানোয়ার আহমদ ও গীতা পাঠ করেন মিশু রঞ্জন দাস।
সংবাদ টি পড়া হয়েছে :
৬২ বার