বদরুলের সাজায় খাদিজার সন্তুষ্টি প্রকাশ

সু,বার্তা ডেক্সঃহামলাকারী বদরুলের যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস। ৮ মার্চ বুধবার দুপুর ১২টায় সিলেটের মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা আলোচিত এ মামলার আসামি বদরুল আলমের যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করেন। রায়ের পর সিলেট সদর উপজেলার জালালাবাদ থানা এলাকার আউশা গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের কাছে খাদিজা বেগম নার্গিস বলেন, ‘আদালতের প্রতি আমি কৃতজ্ঞ।  প্রধানমন্ত্রী, সাংবাদিক ও দেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমি আবার লেখাপড়া করে আমার স্বপ্নপূরণ করতে চাই। এ জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’

২০১৬ সালের ৩ অক্টোবর পরীক্ষার হল থেকে বের হয়ে বান্ধবীকে সঙ্গে নিয়ে যাওয়ার পথে এমসি কলেজের পুকুরপাড়ে খাদিজার ওপর ধারালো চাপাতি নিয়ে হামলা চালায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা। দীর্ঘদিন ঢাকার স্কয়ার হাসপাতাল ও সর্বশেষ সাভারের সিআরপিতে চিকিৎসা নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি সিলেটে ফেরেন খাদিজা।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn

এ বিভাগের আরো খবর

সিলেটে ৩ ঘণ্টায় ২২০ মিমি বৃষ্টিপাত, জলমগ্ন ওসমানী মেডিকেল

সিলেটে ৩ ঘণ্টায় ২২০ মিমি বৃষ্টিপাত, জলমগ্ন ওসমানী মেডিকেল

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল ৪ জনের 

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল ৪ জনের 

চিকিৎসক ছাড়াই অপারেশন, কারাগারে হাসপাতাল মালিক!

চিকিৎসক ছাড়াই অপারেশন, কারাগারে হাসপাতাল মালিক!