রংপুর : দিনাজপুরে বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মুরুল চন্দ্র, মুন্না ও রিপন নামে আরো তিনজন মারা গেছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুকুল ও সাড়ে ৭টার দিকে মুন্না রমেকের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এবং রিপন সাড়ে ৬টায় দিনাজপুরে মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ালো। গত ৫ দিনে অঞ্জনা, মোকছেদ, আরিফুল, রুস্তম, রনজিৎ, শফিকুল, দেলোয়ার, দুলাল ও উদয় মারা যান। এদের মধ্যে রনজিৎ এবং দেলোয়ার ঢাকায় এবং রিপন দিনাজপুরে ও অন্যরা রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. মারুফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বুধবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুরের সদর উপজেলায় যমুনা অটোমেটিক রাইস মিলের বয়লার বিস্ফোরণে এ দুর্ঘটনার পর ২৩ জনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ১৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় এ নিয়ে নয়জনের মৃত্যু হয়। জানা যায়, যমুনা অটোমেটিক রাইস মিলে সকাল থেকে ধান ছাঁটাইয়ের কাজ চলছিল। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মিলের বয়লার প্রচণ্ড গরম হয়ে বিস্ফোরণ ঘটে। এতে ২৮ জন শ্রমিক আহত হন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn