পরিকল্পনা মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছাতক-দোয়ারাবাজার আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক বলেছেন- মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বাঁশতলার স্মৃতিসৌধকে ঘিরে পর্যটক এলাকা গড়ে তোলা হবে। বর্তমান সরকারের ঘরে ঘরে বিদ্যুৎ প্রকল্পের আওতায় এখন ছাতক-দোয়ারার অধিকাংশ গ্রামে বিদ্যুৎ পৌঁছে গেছে। ২০১৯ সালের মধ্যে ছাতক-দোয়ারার প্রতিটি গ্রামে বিদ্যুতের আলোয় আলোকিত করা হবে। দোয়ারাবাজার এলাকার বাঁশতলায় একটি শুল্ক ষ্টেশন স্থাপনের দাবির প্রেক্ষিতে বলেন- বাঁশতলায় শুল্ক স্টেশন করার বিষয়ে সরকারের বিশেষ নজর দেয়ার জন্য সব ধরনের প্রক্রিয়া গ্রহণ করা হবে। এছাড়াও সীমান্ত এলাকার সড়ক সংস্কারে ইতিমধ্যেই ২০কোটি টাকা বরাদ্দ হয়েছে। আশা করছি শিগ্রই সড়ক সংস্কার কাজ শুরু হবে। বাশতলায় মুক্তিযোদ্ধা লাইব্রেরী স্থাপন করা হবে। রোববার বিকেলে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঐতিহাসিক বাঁশতলা (হক নগর) এলাকায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বিজয় মাসের শেষ দিনের সমাবেশ ও ৭টি গ্রামের বিদ্যুৎ সংযোগের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জ জেলা প্রশাসক সবিরুল ইসলামের সভাপতিত্বে ও দোয়ারাবাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার বিশ্বাসের পরিচালনায় আয়োজিত সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাষ্টার্। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন আশুতোষ দাস, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী (বীরপ্রতীক), দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ, সুনামগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আখিল কুমার সাহা, সহকারী পুলিশ সুপার মো: দুলন মিয়া, এনডিসি সাকিল আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র দাস, রাহুল চন্দ্র দাস, আক্তার রায়হান, ফারজানা আক্তার, মঞ্জুরুল আলম, আল আমিন তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান, সহকারী শিক্ষা অফিসার আবু রায়হান, পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ড সচিব পীর মোহাম্মদ আলী মিলন, রোটারিয়ান নুরুল ইসলাম, ছাতক উপজেলা আ’লীগের আহ্বায়ক ছানাউর রহমান তালুকদার ছানা, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সুনামগঞ্জ জেলা কৃষক লীগের সাবেক আহবায়ক করুনা সিন্দু বাবুল, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, লক্ষিপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল হক, দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার হোসেন আনু, নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন, সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ।
সমাবেশের শেষ পর্যায়ে সন্ধ্যায় সুইচ টিপে এলাকার ৭টি গ্রামের বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন এমপি মানিক। এ সময় ছাতক উপজেলা আ’লীগের যুগ্ন আহবায়ক ও সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, আ’লীগ নেতা দোহালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকর উদ্দিন, পান্ডারগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, বগুলাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, আফজাল হুসেন, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, আফজাল আবেদীন আবুল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম রশিদ আহমদ‚ ছাতক উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউপি চেয়ারম্যান মুরাদ হুসেন‚ সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ‚ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন‚ কালারুকা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল‚ হাছিব উদ্দিন মেম্বার, মুক্তিযোদ্ধা ইলিয়াজ মিয়া, আব্দুল খালেক, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ মওদুদ আহমদ‚ আক্তার মিয়া, আব্দুর রশিদ, আবু সায়িদ, দোয়ারাবাজার উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা মো:ছালেক মিয়া, কামরুজ্জামান ভুঁইয়া রুবেল, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবু সামা রাসেল‚ রাসেল আহমদ, সাধারন সম্পাদক আব্দুস সহিদ, যুগ্ম সম্পাদক কবির আহমদ‚ আব্দুল আলীম‚ উপজেলা সাংগঠনিক সম্পাদক মন্জুর আলম, কৃপেশ চন্দ‚ রাসেল হোসেন‚ যুবলীগ নেতা ফজলুর রহমান, আবু হানিফা, সাবেক মেম্বার নজরুল ভুঁইয়া, আবু রায়হানুল ইসলাম রবিন মেম্বার, জাকির ভুঁইয়া, সাইফুল ইসলাম, বুলবুল মেম্বার, মানিক মাষ্টার, হাসান আলী, ডা:আব্দুস সহিদ,সেলিম আহমেদ, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন‚ ছাত্রলীগ নেতা সালা উদ্দিন, কলোনী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম জুলহাস ,শহীদ স্মৃতি একাডেমীর প্রিন্সিপাল মুজিবুর রহমানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন। সভায় শহীদ স্মৃতি একাডেমির পক্ষ থেকে জেলা প্রশাসককে ক্রেস্ট প্রদান করা হয়। সমাবেশ শেষে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে সিলেট ও সুনামগঞ্জের আগত শিল্পীরা দর্শকদের মাতিয়ে রাখে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn