বার্তা ডেস্ক:: নারীদের সফলতার অগ্রযাত্রা প্রতিনিয়ত ভারী হচ্ছে। সফলতার ডায়েরিতে যোগ হচ্ছে নতুন যোদ্ধা নারীদের নাম। এবার আরো তিন সহসী নারীর কথা জানা গেল, যারা ২৫টি দেশ পেরিয়ে ভারতের বারাণসী থেকে লন্ডন যাচ্ছেন। ‘বাইকিং কুইনস’ গ্রুপ এবার সেই পরিকল্পনাই করেছে। বাইকে দূরদেশে পারি জমানো তিন নারীর মধ্যে এই দলের নেতৃত্ব দিচ্ছেন সারিকা মেহেতা। তিনি পেশায় মনোবিদ হলেও তার শখ পর্বতারোহণ আর বাইক নিয়ে ঘুরে বেড়ানো। এই গ্রুপের আরো দুই নারী হচ্ছেন জিনাল সাহা ও রুতালি সাহা। ওই তিন নারী এবার পরিকল্পনা করেছেন বাইকে করেই লন্ডনে পৌঁছে যাবেন।বাইকিং কুইনসকে এর জন্য এশিয়া, ইউরোপ, আফ্রিকা এই তিন মহাদেশের ২৫টি দেশ পাড়ি দিতে হবে। পার হবেন নেপাল, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, চীন, কিরগিজস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, রাশিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, বেলারুশ, পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া, জার্মানি, অস্ট্রিয়া, লিচেনস্টাইন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স, স্পেন এবং মরক্কো। এই সফরে বাইকিং কুইনের তিন সদস্য কেটিএম ৩৯০ মডেলের বাইক ব্যবহার করবেন। আগামী ৫ জুন বারাণসী থেকে এই যাত্রার ফ্ল্যাগ অফ করবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn