বার্সেলোনার কোচের দায়িত্বে আসছেন না প্রানদেল্লি
বার্সেলোনার বস হিসেবে দায়িত্ব গ্রহণে মোটেই আগ্রহী নন বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইতালির সাবেক প্রধান কোচ সিজার প্রানদেল্লি। বার্সার বর্তমান কোচ লুইস এনরিকে ঘোষণা দিয়েছেন চলতি মৌসুমের পরেই তিনি কাতালানদের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন।
এরপরপই বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তামেউ ঘোষণা দিয়েছেন আগামী ১ জুলাই নতুন কোচের নাম ঘোষণষা করা হবে। সেভিয়া বস জর্জ সামপাওলি ও এ্যাথলেটিকো বিলবাওয়ের কোচ আর্নেস্টো ভারভারডে পরবর্তী কোচের দৌঁড়ে ফেবারিট হিসেবে এগিয়ে রয়েছেন। তবে লা লিগার বাইরেও অনেকের নামই শোনা যাচ্ছে যাদের মধ্যে আর্সেন ওয়েঙ্গার, লরেন্ট ব্ল্যাঙ্কের নামও রয়েছে।
জানুয়ারিতে প্রানদেল্লি বার্সেলোনাকে সেরা দল হিসেবে আখ্যা দিয়েছিলেন। কিন্তু ভ্যালেন্সিয়ার সাবেক কোচ জানিয়েছেন কোচের পদে আবেদন করার কোন ইচ্ছাই তার নেই। তার মতে, এ ব্যপারে আমি চিন্তাই করিনি। আমি এমন একটি দলের দায়িত্ব নিতে চাই যাদের সাথে একসাথে কাজ করতে পরাবো, যাদেরকে নতুনভাবে তৈরী করতে পারবো। এই মুহূর্তে আমি বিশ্রামে আছি এবং পর্যবেক্ষণ করছি আসলেই ফুটবল কোন পথে যাচ্ছে।