মাহবুব আলম:: সুনামগঞ্জে একই সঙ্গে ছাত্রদলের আহ্বায়ক ও বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন নুরুল ইসলাম নুরুল। ২০১০ সাল থেকে নুরুল ইসলাম নুরুলের কাঁধে রয়েছে ছাত্রদলের সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়কের দায়িত্ব। বর্তমানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও কাজ করছেন তিনি। এই পদে তাকে নেওয়া হয় ২০১৭ সালের ২৫ মে।   যদিও এক নেতার এক পদ নীতিতে গত বছরের ৯ মার্চ বিএনপির  কাউন্সিলে দুই পদে থাকার বৈধতা বাতিল হয়। তবুও ছাত্রদলের পদ থেকে ইস্তফা দেননি তিনি। তাছাড়া একইসাথে জেলা বিএনপির সভাপতির দায়িত্ব এবং কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করছেন এই কমিটিরই সভাপতি সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলন। বারবার কঠোর হুশিয়ারির পরও গঠনতন্ত্রে সময়োপযোগী এ বিধানটি পুরোপুরি কার্যকর করতে পারছে না দলটি এনিয়ে সর্বমহলে বইছে আলোচনা-সমালোচনা। এদিকে দীর্ঘদিন ধরে কমিটি কমিটি না হওয়ার কারণে ক্ষোভ বিরাজ করছে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে। তাদের অভিযোগ, বর্তমান আহব্বায়ক কমিটি প্রায় অর্ধযুগ ধরে দায়িত্ব পালন করলেও জেলা কমিটির আওতাধীন ইউনিটগুলো ছাত্রদলকে ঢেলে সাজাতে সম্পর্ন ব্যর্থ। শীগ্রই সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনের দাবী জানিয়েছেন জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ ব্যাপারে ছাত্রদলের পদ ধরে রাখার কারণ জানিয়ে নুরুল হক সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ‘গ্রহণযোগ্য কোনও নেতৃত্ব এখনও পাওয়া যায়নি। তবে খুব দ্রুত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।’ সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কলিমউদ্দিন আহমদ মিলন জানান, ‘সাধারণ সম্পাদক হওয়ার পর ছাত্রদলের পদে থাকার প্রশ্নই আসে না। খুব দ্রুত সময়ে ছাত্রদলের কমিটি আসবে। নুরুল ইসলাম নুরুল এখন বিএনপির সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক।’
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn