হবিগঞ্জ  :: খালেদা জিয়ার জামিন নিয়ে বিএনপি যা করছে তা রাজনৈতিক বোমাবাজি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি।  তিনি বলেন, খালেদা জিয়ার জামিন দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু দুদক আপিল করলে সুপ্রীম কোর্টের আপিল বিভাগ তা স্থগিত করেন। এ ক্ষেত্রে সরকারের কিছুই করার নেই। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।  এ সময় মন্ত্রী বলেন, জামায়াতের রাজনীতি নিষিদ্ধকরণ আইনটি বর্তমানে মন্ত্রী পরিষদ সভায় উপস্থাপনের জন্য প্রস্তুত রয়েছে। মন্ত্রী পরিষদে অনুমোদন হলে তা সংসদে উত্থাপন করা হবে। এ সময় সংসদ সদস্য মো. আবু জাহির, সংসদ সদস্য মাহবুব আলী, সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া ও আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক উপস্থিত ছিলেন। পরে, মন্ত্রী আইনজীবী সমিতি আয়োজিত আলোচনা সভায় অংশ নেন। বিকেলে মন্ত্রী হবিগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. আবু জাহিরকে দেয়া নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। উল্লেখ্য, ৬ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ আইনজীবী সমিতির ৬তলা বিশিষ্ট ভবনের ৩য় তলা পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn