বিএসএফের হাতে ৩ দিন ধরে এক বাংলাদেশী আটক
তাহিরপুর সীমান্তের ওপারে ভারতীয় বিএসএফের হাতে দু’দিন ধরে এক বাংলাদেশী নাগরিক আটক রয়েছে।’ বিএসএফের হাতে আটককৃতর নাম ফিরোজ মিয়া। সে তাহিরপুর উপজেলার বড়দল উওর ইউনিয়নের বারেকটিলা (বড়গোপ টিলা)’র চান্দু মিয়ার ছেলে।’বিজিবি ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার বারেকটিলার চোরাকারবারী ফিরোজ সোমবার বিকেলের কোন এক সময় বিজিবির টহল দলের অগোচরে বারেকটিলার পাশর্^বর্তী ভারতের মেঘালয় রাজ্যের শিংল জেলার ঘোমাঘাটের নলিকাত্বা নামক বস্থিতে অবৈধভাবে অনুপ্রবেশ করে।’ পরবর্তীতে সোমবার রাতে নলিকাতা¡ বস্থির দু’দল চোরাকাবারীর মধ্যে লেনদেন সংক্রান্ত বিষয়ে সংঘর্ষ শুরু হলে খবর পেয়ে ভারতীয় বিএসএফর ঘোমাঘাট কোম্পানী হেডকোর্য়াটারের টহল দল অবৈধ অনুপ্রবেশের দায়ে ফিরোজকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরদিন মঙ্গলবার ফিরোজকে বিএসএফ শিলং জেলার রানীগড় থানা পুলিশে সোপর্দ করে।’
সুনামগঞ্জ- ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল নাসির উদ্দিন আহমেদ পিএসসির নিকট এ ব্যাপারে জানতে চাইলে মঙ্গলবার রাতে তিনি বললেন, বিএসএফের হাতে ফিরোজ নামক এক বাংলাদেশী নাগরিক ওপারে বিএসফের হাতে আটক হওয়ার বিষয়টি লোকমুখে জানতে পারলেও ফিরোজের পরিবারের পক্ষ্য থেকে তাকে বিএসএফ আটক করার কোন ধরনের তথ্য বিজিবিকে অবহিত করেনি’এরপরও তাকে ফিরিয়ে আনার ব্যাপারে বিজিবির পক্ষ্য থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’