ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে বিধানসভা নির্বাচনে কেন্দ্রে ক্ষমতায় থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সম্পর্ক রাজনৈতিকভাবে আরও শক্ত-সামর্থ্য হতে যাচ্ছে। এ ক্ষেত্রে তাৎক্ষণিক লাভবান হতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা- এমন কথা বলেছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। গতকাল রোববার ‘পাকিস্তান, বাংলাদেশ মে ফিল ইমপ্যাক্ট অব উত্তরপ্রদেশ ইলেকশন রেজাল্টস’ শীর্ষক এক প্রতিবেদনে এ কথা বলা হয়।

উত্তরপ্রদেশসহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয় শনিবার। একমাত্র পাঞ্জাবে জয় পেয়েছে কংগ্রেস। বিজেপি উত্তরপ্রদেশ ও উত্তরাখন্ডে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ঝুলে থাকা দুই রাজ্যÑ মণিপুর ও গোয়ায় সরকার গঠনে দরকারি সমর্থন ছোট দলগুলো থেকে আদায়েও আশাবাদী তারা। বলা হচ্ছে, প্রধানমন্ত্রী মোদির দেশজুড়ে জনপ্রিয়তাই বিজেপির এ জয়ের নেপথ্য সহায়ক।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, মনে হচ্ছে রাজনীতিতে মোদি এখন অনাক্রম্য এক চরিত্র। তার বিদেশনীতিতে এর একটা প্রভাব লক্ষ করা যাবে। কেননা, ক্ষমতাসীন কোনো নেতার মেয়াদের মাঝামাঝি সময়ে নির্বাচনে এমন জয় সবখানেই খুবই গুরুত্বপূর্ণ এবং একই কারণে কষ্টসাধ্য; কিন্তু মোদি তা ভুল প্রমাণ করেছেন। এটাই তাকে বিশ্বের বড় মাপের এক নেতার স্বীকৃতি এনে দেবে।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ভারতের নিকটবর্তী প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এই রাজনৈতিক দক্ষতা মোদিকে সহায়তা করবে। তাৎক্ষণিকভাবে লাভবান হতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এপ্রিলে ভারত সফর করবেন। ওই প্রতিবেদনে যোগ করা হয়, বাংলাদেশের সঙ্গে নিবিড় নিরাপত্তা ও রিসোর্স আদান-প্রদানে (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী) মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাধা তা এড়িয়ে চলতে পারেন মোদি। এছাড়া ওই প্রতিবেদনে পাকিস্তান ও নেপালের সঙ্গে মোদির সম্পর্ক কেমন রূপ নিতে পারে, এ নিয়েও আলোচনা করা হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn