চলছে বিজয়ের মাস ডিসেম্বর। আর ১৬ই ডিসেম্বর সারা দেশে ব্যাপক আয়োজন নিয়ে পালিত হবে মহান বিজয় দিবস। এ উপলক্ষে প্রেক্ষাগৃহও থাকবে মুখর। এবারের বিজয় দিবসে এখন পর্যন্ত মুক্তিযুদ্ধভিত্তিক নতুন সিনেমা মুক্তি পাওয়ার খবর না জানা গেলেও ঢাকাসহ সারা দেশের প্রেক্ষাগৃহে চারটি মুক্তিযুদ্ধভিত্তিক পুরনো সিনেমা ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন। এ তথ্যটি মানবজমিনকে জানিয়েছেন প্রদর্শক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন। তিনি বলেন, প্রতি বছরই বিজয় দিবসে সিনেমা হলগুলোতে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা সারা দেশে প্রদর্শিত হয়।  তবে এবার চারটি সিনেমা নির্বাচন করে দেয়া হয়েছে। এগুলো হচ্ছে চাষী নজরুল ইসলাম পরিচালিত ও শাবানা, রাজ্জাক, খসরু, নূতন অভিনীত ‘ওরা ১১ জন’, তৌকীর আহমেদ পরিচালিত ও বিপাশা হায়াত, আজিজুল হাকিম অভিনীত ‘জয়যাত্রা’, হুমায়ূন আহমেদ পরিচালিত ও আসাদুজ্জামান নূর, বিপাশা হায়াত অভিনীত ‘আগুনের পরশমণি’ এবং নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত ও জয়া আহসান, ফেরদৌস অভিনীত ‘গেরিলা’।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn