বিমানে ওঠার পর নামিয়ে আনা হলো ইমরান সরকারকে
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে যুক্তরাষ্ট্র যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। তিনি বলেছেন, বিমানে ওঠার পর তাকে ফিরিয়ে দেওয়ার ঘটনা স্পষ্টভাবেই নাগরিক অধিকারের লঙ্ঘন। দেশে ন্যূনতম গণতন্ত্র নেই, সরকারের এই আচরণে এটাই প্রমাণিত হয়। শুক্রবার (২০ জুলাই) সন্ধ্যায় ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে এমিরেটাস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উঠার পর সেখান থেকে তাকে নামিয়ে আনা হয়। ইমরান এইচ সরকার তার নিজের ফেসবুক পেজে এই ঘটনা নিয়ে একটি স্ট্যাটাসও দিয়েছেন। এদিকে ইমরান এইচ সরকার তার ফেসবুক পেজে স্ট্যাটাসে লিখেছেন যে, আমেরিকান সরকারের U.S. Department of State এর আমন্ত্রণে অহিংস আন্দোলন, লিডারশিপ, গণতন্ত্র এবং মানবাধিকার নিয়ে অভিজ্ঞতা বিনিময়ে আজ ৪ সপ্তাহের জন্য আমার আমেরিকা যাবার কথা ছিল। আমি বোর্ডিংসহ ইমিগ্রেশন শেষ করে বিমানে উঠার সময় উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাত দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাকে বাধা দিয়েছে। যদিও আমার বিরুদ্ধে কোনো ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা কিংবা মামলা নেই। ইমিগ্রেশন শেষ করার পর এ ধরনের বাধার ঘটনা নজিরবিহীন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে দুটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তিনি আমেরিকায় যাত্রা করছিলেন।