দুয়ারে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯। একেবারে শেষ মুহূর্তে এসে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সিদ্ধান্ত জানিয়েছে আইসিসি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সুপার ওভার। মূলত নকআউট পর্বে তা প্রযোজ্য। লিগপর্বে কোনো ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত কিংবা টাই হলে দুদলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। তবে দুই সেমিফাইনাল ও ফাইনালে ফলের জন্য দুই পথে হাঁটা হবে। পরিত্যক্ত হলে রিজার্ভ ডেতে খেলা হবে। বৃষ্টি কিংবা অনিবার্য কারণে খেলা বন্ধ হয়ে গেলে থাকছে এ ব্যবস্থা। আর টাই হলে ম্যাচ গড়াবে সুপার ওভারে। রিজার্ভ ডেতে ম্যাচ আয়োজন ঝামেলা বলে ম্যাচ অফিসিয়ালদের সর্বোচ্চ চেষ্টা থাকবে নির্ধারিত দিনেই খেলা শেষ করা। এ ক্ষেত্রে কার্টেল ওভারে যাওয়া হবে। একেবারে ব্যর্থ হলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডেতে। সেমিফাইনাল, ফাইনাল মাঝপথে বৃষ্টি কিংবা বৈরী আবহাওয়ার কারণে থেমে গেলে রিজার্ভ ডেতে ঠিক সেখান থেকেই খেলা শুরু হবে। সুপার ওভারের ক্ষেত্রেও একই নিয়ম থাকবে। টাই ম্যাচ কোনো কারণে সুপার ওভারে সম্পন্ন না হলে রিজার্ভ ডেতে ফল নির্ধারণ হবে একইভাবে। ২০১১ বিশ্বকাপে প্রথমবার নকআউটপর্বে সুপার ওভার চালু হয়। তবে পরে ২০১৫ বৈশ্বিক আসরের ফাইনালে ম্যাচ টাই হওয়া সাপেক্ষে রাখা হয় এ নিয়ম। ২০১৯ সালেও তা থাকছে। উল্লেখ্য, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম সুপার ওভার আসে ক্রিকেটে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn