বিশ্বকাপ অভিযেক মধুর হল না ভারতের
অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ অভিষেকে নজর কাড়ল ভারতীয় দল৷ শুক্রবার দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে গ্রুপ-এ লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ০-৩ গোলে হারল ভারত৷ প্রথমার্ধে নজর কাড়া ফুটবল খেললেও ঐতিহাসিক ম্যাচে ঐতিহাসিক ভুল করে বসেন কলকাতার ছেলে জিতেন্দ্র সিং৷ তাঁর ফাউলে পেনাল্টিতে গোল করে এগিয়ে ইউএসএ৷ ম্যাচের ফল ১-২ হতে পারত৷ শেষ দিকে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ভারত৷ কিন্তু ক্রমাগত আক্রমণেও প্রতিপক্ষের গোলে বল জড়াতে পারেনি নর্টন মাতোসের ছেলেরা৷ প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল হজম করা ছাড়া দারুণ ফুটবল খেলে বিশ্বফুটবলে নবাগত ভারত৷ ম্যাচের তিরিশ মিনিটে পেনাল্টিতে গোল করে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেয় জোশ সার্জেন্ট৷ ইউএস-এর বক্সের বাঁ-দিকে মার্কিন ফুটবলার সার্জেন্টকে ফাউল করায় ভারতের বিরুদ্ধে পেনাল্টি দেন রেফারি৷ যুক্তরাষ্ট্রের অধিনায়ককে বক্সের বাইরে আটকাতে গিয়ে হাঁটু দিয়ে আঘাত করে বসে জিতেন্দ্র৷ এরপর কামানদাগা শটে ভারতের জালে বল রাখেন যুক্তরাষ্ট্র অধিনায়ক৷ পেনাল্টি বাঁচানোর সুযোগই পায়নি ভারতীয় গোলরক্ষক ধিরাজ৷
প্রথমার্ধে গোল হজম করলেও প্রতি আক্রমণে ঝড় তুলে ৪২ মিনিটে গোলের সুযোগ তৈরি করেছিলেন অভিজিত৷ যদিও মার্কিন গোলকিপার, অভিজিতের শট দুরন্ত সেভে প্রতিহত করে৷ এর আগে ইউএসএ-র বক্সে ঢুকে পড়েও গোলের সুযোগ হাতছাড়া করেন অনিকেত৷ দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে ভারতের রক্ষণভাগের বোঝাপড়ার অভাবের সুযোগ নিয়ে আরও একটা গোল করে যায় যুক্তরাষ্ট্র৷ গোল করেন ক্রিস্টোফার ডারকিং৷ যুক্তরাষ্ট্রের ফুটবলারের শট আনওয়ার আলির গায়ে লেগে জালে ঢুকে যায়৷ এরপর চার মিনিটের ব্যবধানে কোমল থোটালা নিশ্চিত সুযোগ নষ্ট করেন৷
ম্যাচের শেষ লগ্নে প্রতিআক্রমণে ঝড় তুলে ভারতের কফিনে শেষ পেরেক পুঁতে দেন কার্ল্টন৷ জর্জ কোস্তার পাস থেকে ডান পায়ের দুরন্ত শটে ভারতের জালে বল রাখেন অ্যান্ডু কার্ল্টন৷ ৩-০ গোলে ম্যাচ জিতে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র৷ এদিনই প্রথমবার বিশ্বফুটবলের মঞ্চে পা-রাখে ভারত৷ আয়োজক দেশ হওয়ার সুবাদে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলার সুযোগ পায় ‘মেন ইন ব্লু’৷ প্রথম ম্যাচ হারায় কোয়ার্টার ফাইনালে যেতে গ্রুপের পরের দু’টি ম্যাচ জিততেই হবে অমরজিৎ-অভিজিৎদের৷ ভারতের পরে ম্যাচ সোমবার৷ প্রতিপক্ষ কলম্বিয়া৷ এদিন প্রথম লড়াইয়ে ঘানার কাছে ০-১ গোলে হারে কলম্বিয়া