বিশ্বকাপ বাছাই ক্যাম্পে ৩৩ জন ফুটবলার ডাক পেলেন
বার্তা ডেস্ক:: জুনে কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ বাছাই ও এশিয়ান বাছাইয়ের তিন ম্যাচের জন্য প্রাথমিক ক্যাম্প ঘোষণা করা হয়েছে। এই ক্যাম্পে ৩৩ জন ফুটবলার ডাক পেয়েছেন। প্রধান কোচ জেমি ডের নেতৃত্বে তারা অনুশীলন করবেন। জেমির ঘোষিত এই দলে খুব একটা চমক নেই। বাদ পড়েছেন টুটুল হোসেন বাদশা। আর দলে ফিরেছেন তপু বর্মন, তারিক কাজী ও ইব্রাহিম। ক্যাম্পে ডাক পাওয়া ৩৩ ফুটবলারের মধ্যে ২৮ জন সিনিয়র এবং ৫ জন অনূর্ধ্ব-২৩ দলের।
ক্যাম্পে ডাক পাওয়া ৩৩ ফুটবলারের মধ্যে সিনিয়র ২৮ জন হলেন: আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), আশরাফুল ইসলাম রানা (গোলরক্ষক), শহিদুল আলম সোহেল (গোলরক্ষক), বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তপু বর্মন, মোহাম্মদ ইব্রাহিম, তারিক কাজী, সোহেল রানা, সাদ উদ্দিন, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, জামাল ভূঁইয়া, মেহেদী হাসান, মেহেদী হাসান রয়েল, মো. ইমন, মো. আবদুল্লাহ, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন, হাবিবুর রহমান সোহাগ, রেজাউল করিম, সুমন রেজা, মোহাম্মদ জুয়েল।
অনূর্ধ্ব-২৩ দলের ৫ ফুটবলার হলেনর মিতুল মারমা (গোলরক্ষক), আতিকুজ্জামান, আবু শাহেদ, ইমরান হাসান রিমন এবং ফয়সাল আহমেদ ফাহিম।