ইশতিয়াক পারভেজ -টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার-৪ এ খেলবে কোন কোন দল! জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক জানালেন বাংলাদেশকে রেখেই তিনি বাকি তিন দলের কথা ভাবেন। তার মানে সেমিফাইনালে টাইগাররা যাবে না এটি তিনি ভাবতেই চান না। এখানেই শেষ নয়, তার স্বপ্নটা আরও বড়। তার স্বপ্ন বাংলাদেশ চ্যাম্পিয়ন ফাইট দেয়ার জন্যই যাচ্ছে। হ্যাঁ, আজ দেশ ছাড়ছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। সরাসরি যাবে ওমান। সেখানেই শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। শুরুতে ৫ থেকে ৯ই অক্টোবর ক্যাম্প।
মরুর দেশে মানিয়ে নিতে ক্রিকেটাররা সেখানে ঘাম ঝরাবেন। এরপর চলে যাবেন সংযুক্ত আরব আমিরাতে। সেখানে দু’টি প্রস্তুতি ম্যাচ, এরপর ফের ওমানে এসে খেলবে বাছাই পর্বের তিন ম্যাচ। উৎরে গেলে ইউএইতে সুপার-১২ লড়াই দিয়ে বিশ্বকাপে টিকে থাকার মিশন টাইগারদের। কতোদূর যাবে দল! এ নিয়ে রাজ্জাক বলেন, ‘সম্ভাব্য সেরা দলই যাচ্ছে। আশা করবো যেন ভালো একটা ফলাফল হয়। অমুক অবস্থানে দলকে দেখতে চাই- এভাবে বলা ঠিক হবে না। ভালোর শেষ নেই। আমি তো খুশি হবো চ্যাম্পিয়ন হলেই। আমি নিশ্চিত সবাই তাতেই খুশি হবেন। আমি চাইবো বাংলাদেশ দল যেন ভালো ক্রিকেট খেলে।’
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল সুপার-১২ খেলবে ‘বি’ গ্রুপে। সেখানে টাইগারদের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড এর মতো ক্রিকেট শক্তি। যারা টি- টোয়েন্টি যে কোনো দলের বিপক্ষে নিজ দিনে সেরা। তবে রাজ্জাক আসলে প্রতিপক্ষ নিয়ে খুব একটা ভাবছেন না। তিনি বলেন, ‘আসলে এখন আমাদের প্রতিপক্ষ কারা- সেটি নিয়ে ভাবলে হবে না। আমাদের লক্ষ্য থাকতে হবে ভয়ডরহীন ক্রিকেট খেলা। ভারত, পাকিস্তান কতোটা শক্তিশালী তা আমরা জানি। তবে আমরা যে তাদের হারায়নি এমনও নয়। টি-টোয়েন্টিতে যে কোনো দলকে আমাদের হারানোর ক্ষমতা আছে। এই কারণে আমি মনে করি এখন প্রতিপক্ষ নিয়ে পড়ে না থেকে নিজেদেরটাই বেশি ভাবতে হবে।’
ইউএইতে কোয়ারেন্টিন করতে হবে না টাইগারদের
বাংলাদেশের কোচরা ছুটিতে আছেন নিজ নিজ দেশে। সেখান থেকে তারা ওমানে ক্যাম্পে যোগ দেবেন। সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান আছেন সংযুক্ত আরব আমিরাতে। তাই ১৫ ক্রিকেটার ওমানে ক্যাম্পে যোগ দিতে ঢাকা ছাড়বেন। রাত ৯.৪৫ মিনিটে তারা হযরত শাহ্জালাল বিমানবন্দর থেকে মাস্কাটের উদ্দেশে রওনা দেবে মাহমুদুল্লাহ রিয়াদের দল। গতকাল থেকেই তারা আছেন হোম কোয়ারেন্টিনে। হয়েছে করোনা টেস্ট। ওমানে ক্যাম্প শেষ করে ইউএইতে প্রস্তুতি ম্যাচ খেলতে যাবে দল। সেখান থেকে আবারো আসবে ওমানে বাছাই পর্ব খেলতে। আর সেখানেই শুরু হবে বাংলাদেশ দলের বায়ো বাবল। তা নাহলে ফের ইউএইতে এসে থাকতে হতো ৬ দিনের কোয়ারেন্টিনে। এমনটাই শর্ত বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি’র। তবে ওমানে বাছাই পর্ব থেকে বাংলাদেশ বায়ো বাবলে যোগ দিচ্ছে শেষ পর্যন্ত আর বাড়তি কোনো কোয়ারেন্টিন করতে হবে না টাইগারদের। এ বিষয়ে বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘আসলে আইসিসি সুপার-১২ শুরুর আগে প্রতিটি দলের জন্যই ৬ দিনের কোয়ারেন্টিন নিয়ে নিয়ম করেছে। তবে কোনো দল যদি বায়ো বাবল থেকে এসে বিশ্বকাপে যোগ দেয় তাহলে তাদের আর বায়ো বাবল করতে হবে না। আমরা ওমানে যে বাছাই পর্ব খেলতে যাবো সেখান থেকেই বায়ো বাবল শুরু করবো। আর এই কারণেই আমাদের আর ৬ দিনের কোয়ারেন্টিন করতে হচ্ছে না।’
সংবাদ টি পড়া হয়েছে :
১০৯ বার