বিশ্বে এখন মানুষের চেয়ে মোবাইল ফোন বেশি
ইন্টারনেটসহ বিভিন্ন প্রযুক্তি সস্তা হয়ে যাওয়ায় এখন সবারই অপরিহার্য সঙ্গী মোবাইল ফোন। ফলে বর্তমান বিশ্বে মোবাইল ফোনের সংখ্যা মানুষের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। অর্থাৎ ব্যবহারকারীর চেয়ে ফোন সেটের সংখ্যা এখন বেশি। জাতিসংঘের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়ন (আইটিইউ) এবং বিশ্বব্যাংকসহ কয়েকটি সংস্থার সাম্প্রতিক তথ্যের উদ্ধৃতি দিয়ে বুধবার এমনটা জানিয়েছে বার্তা সংস্থা এএনআই। আইটইউর হিসাব মতে, ২০১৮ সালে প্রত্যেক মানুষের জন্য মোবাইল সাবস্ক্রিপশন বা গ্রাহক হওয়ার হার ছিল ১০৭টি। বছরের শেষে দেখা যায় বিশ্বের জনসংখ্যার ৫১.২ শতাংশ বা ৩৯০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। কিন্তু সারা বিশ্বে মোবাইল ব্রডব্যান্ড সাবস্ক্রিপশন করা হয়েছে ৫২৮ কোটি। এক দশক আগে উন্নয়নশীল দেশগুলোতে ৭৫.৩ কোটি মানুষ এবং উন্নত দেশে ১০২.৮ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করতো। মজার বিষয় হচ্ছে, ২০১৮ সালে উন্নয়নশীল দেশে ইন্টারনেট ব্যবহারকারী ছিল ২৮৬.৮ কোটি, যেখানে উন্নত দেশে এই সংখ্যা ছিল ৭৯.৪ কোটি।