বার্তা ডেস্ক :: সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে সাত কোটি ৬৬ লাখ ১৯ হাজার ৪৮৫ জন এবং মারা গেছে ১৬ লাখ ৯১ হাজার ৭৭২ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে পাঁচ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ৩২৭ জন। তার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ৮০ লাখ ৭৭ হাজার ৭৬৮ জন এবং মারা গেছে তিন লাখ ২৩ হাজার ৪০১ জন। সে দেশে সুস্থ হয়েছে এক কোটি পাঁচ লাখ ৪৫ হাজার ৪৪৫ জন। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দুই নম্বরে থাকা ভারতে আক্রান্ত হয়েছে এক কোটি ৩১ হাজার ৬৫৯ জন এবং মারা গেছে এক লাখ ৪৫ হাজার ৫১৩ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৯৫ লাখ ৭৯ হাজার ৬৮১ জন। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তিন নম্বরে রয়েছে ব্রাজিল, চার নম্বরে রাশিয়া, পাঁচে ফ্রান্স, ছয়ে তুরস্ক, সাতে যুক্তরাজ্য, আট নম্বরে ইতালি, ৯ নম্বরে স্পেন এবং ১০ নম্বরে আর্জেন্টিনা।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn