ঢাকা: ক্রিকেট ইতিহাসে ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড কিংবা শ্রীলঙ্কার মতো পরাশক্তি যা পারেনি বাংলাদেশ এবার সেটিই করে দেখিয়েছে। শততম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে জয় তুলে অন্যন্য রেকর্ড গড়েছে টাইগাররা। চতুর্থ কোনো দেশ হিসেবে নিজেদের শততম টেস্ট জয়ে দেশের সমর্থকদের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও সাকিব-মুশফিকদের প্রশংসাগীত গাওয়া হচ্ছে। উচ্ছ্বাস ছিলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও। ফেইসবুক, টুইটার কিংবা ইন্সটাগ্রামে নিজেদের অনুভূতি টাইগার সমর্থক’রা প্রকাশ করেছেন।

ক্রিকেটারদের দারুণ এ পারফরমেন্স বাংলাদেশের সব গণমাধ্যমে যেমন জায়গা করে নিয়েছে তেমনি বিশ্বের অনেক প্রভাবশালী গণমাধ্যমেও স্থান পেয়েছে এ টেস্ট জয়ের খবরটি। গতকাল রবিবার ম্যাচ জয়ের পরপরই ভারতের শীর্ষ গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ‘ শততম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয় তুলে নিল বাংলাদেশ’ এমন শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটিতে তামিম এবং সাব্বিরের জুটির প্রশংসা করা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের প্রতিবেদনের শিরোনাম দেয়- শ্রীলঙ্কাকে টেস্টে প্রথমবারের মতো হারাল বাংলাদেশ, জয় পেল ১০০তম টেস্টে। প্রতিবেদনে উল্লেখ করা হয়- বাংলাদেশ হলো ক্রিকেট ইতিহাসের চতুর্থ দল যারা নিজেদের শততম টেস্টে জয় পেয়েছে। এর আগে অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ এই কীর্তি গড়ে। এখানে বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিমের ভূয়সী প্রশংসা করা হয়।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে বাংলাদেশের জয়ের প্রশংসা করে। ‘টাইগারদের শততম টেস্ট জয়’ শিরোনামের সেই প্রতিবেদনে তামিম ইকবাল, সাব্বির রহমান এবং অধিনায়ক মুশফিকুর রহিমের প্রশংসা করে। এ ছাড়া গত বছরের অক্টোবরে ইংল্যান্ডকে হারানোর পর শ্রীলঙ্কাকে হারানোর মধ্য দিয়ে দীর্ঘ পরিসরের ক্রিকেটে উন্নতি অব্যাহত রেখেছে বলেও বিবিসি জানায়। স্প্যানিশ গণমাধ্যম মার্কাতেও স্থান পেয়েছে টাইগারদের শততম টেস্ট জয়ের খবর। খেলাধুলা বিষয়ক ট্যাবলয়েড সংবাদপত্রটি তাদের অনলাইন ভার্সনে ‘১০০তম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় শিরোনামে’ এক প্রতিবেদনে জয়ের বিস্তারিত বিবরণ তুলে ধরে। এতে গত পাঁচ মাসের মধ্যে শক্তিশালী দুটি দলকে টেস্টে পরাজিত করার বিষয়টি তুলে ধরে তারা।

এগুলো ছাড়া টাইগারদের জয়ের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয় এবং এসব মাধ্যমের সাহায্যে টাইগারদের অভিনন্দন জানিয়েছে আইসিসি, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড, সাবেক তারকা ক্রিকেটার এবং সাধারণ সমর্থকরা। শ্রীলঙ্কার অফিশিয়াল টুইটার একাউন্ট থেকে লেখা হয়- উপযুক্ত দল হিসাবে জয় পাওয়ায় টাইগারদের অভিনন্দন। অধিনায়ক হেরাথ এবং বাকিরা ভালো খেলেছ। তোমাদের চেষ্টাকে সম্মান জানাই।

শ্রীলঙ্কার সাবেক তারকা ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে তার টুইটারে লেখেন, প্রথম টেস্ট হারার পর দারুণভাবে ফেরায় বিসিবি টাইগারদের অভিনন্দন। শ্রীলঙ্কার অন্য তারকা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা এক টুইটার বার্তায় জানান, টাইগারদের অসাধারণ জয়। শততম টেস্টে তারা ভালো সাহস দেখিয়েছে। তৃতীয় টেস্ট থাকলে ব্যাপারটা খুব ভালো হতো। কিন্তু দুঃখজনক হলো সিরিজ নির্ধারণী কোনো ম্যাচ নেই। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জয়ের বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করেছে। এক টুইট বার্তায় বিসিবি জানায়- বাংলাদেশ শ্রীলঙ্কার কাছ থেকে ঐতিহাসিক জয় ছিনিয়ে এনেছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn