বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনা মেনে সিলেট জেলা ছাত্রলীগের সহ সম্পাদক পদ থেকে পদত্যাগ এম শাহীনুল ইলিয়াছ শাহিন। বৃহস্পতিবার বিকালে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বুধবার কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সভায় কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সারাদেশের বিভিন্ন কমিটিতে থাকা বিবাহিত ছাত্রলীগ নেতাদের ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগ করার নির্দেশ দেন। অন্যথায় তাদের বহিষ্কার করা হবে বলেও জানান তারা। এরই প্রেক্ষিতে কেন্দ্রীয় নির্দেশনা মেনে পদত্যাগ করলেন এম শাহীনুল ইলিয়াছ শাহিন। তিনি গত ২০১৬ সালের ২৭ অক্টোবর আমেরিকা প্রবাসী রাশেদা আক্তারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।  নিজের পদত্যাগ বিষয়ে এই ছাত্রলীগ নেতার বক্তব্য- ‘বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনা মেনে সদ্য বিবাহিত আমি সিলেট জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম। সংগঠনটির প্রতি ভালোবাসা ও প্রত্যাশার বিষয়ে তিনি বলেন- ‘ভালো থেকো আমার জীবন যৌবনের উচ্ছ¡াস, ভালোলাগা, ভালোবাসার প্রিয় নাম ছাত্রলীগ। ছাত্রলীগের পদ থেকে পদত্যাগ করলে ও জীবনের শেষ দিন পর্যন্ত ছাত্রলীগের একজন কর্মী হিসেবে জননেত্রীর নির্দেশিত সব কর্মসূচীতে আমার সর্বাত্মক সহযোগীতা থাকবে।’ প্রসঙ্গত, সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের অনেক পদ-পদবিধারী নেতা বিবাহিত। কারো কারো বিষয়টি সকলেরই জানা। কেউ কেউ বিয়ের বিষয়টি লুকিয়ে রেখেছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn