বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত সফরে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরে অংশ নিতে তিনি দেশ ছেড়েছেন। এমনটাই জানানো হয়েছে হাই কমিশন অব ইন্ডিয়া ইন বাংলাদেশের পক্ষ থেকে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে বেনাপোল হয়ে হয়ে ভারতের উদ্দেশে রওনা দেন সাকিব। গত মাসে ভারতের হাই কমিশন জানিয়েছিল, বাংলাদেশের একটি প্রতিনিধি দল ভারত সফর করবে ভ্রমণের উদ্দেশে। এবার সেটারই আয়োজন করছেন তারা। এই ভ্রমণে সাকিব জৈব সুরক্ষা বলটুর মধ্যে থাকবেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে পেয়ে আজ ভারতের হাই কমিশন আনন্দিত। তিনি এমন একজন খেলোয়াড়, যিনি ভারত-বাংলাদেশ উভয় দেশে খুবই জনপ্রিয়।

ভারতে যাওয়ার পূর্বে সাকিব আল হাসান বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমানের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন৷ কিছুক্ষণ সেখানে অবস্থান করার পর সরাসরি বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতের রওনা দেন৷ এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী ও ক্রিকেট ভক্তরা উপস্থিত থাকলেও তিনি তাদের সাথে কোনো কথা বলেননি৷

প্রসঙ্গত, কদিন আগেই আইসিসির নিষেধাজ্ঞা থেকে ফিরেছেন সাকিব। ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা গোপন করে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন এই অলরাউন্ডার। যদিও তার নিষেধাজ্ঞার এক বছর স্থগিত রেখেছিল আইসিসি। ফলে এখন আর ক্রিকেটে ফিরতে কোনো বাধা নেই সাকিবের। আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে প্রতিযোগিতামুলক ক্রিকেটে ফেরার কথা রয়েছে বাংলাদেশের সাবেক এই অধিনায়কের।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn