ব্রিটিশ পার্লামেন্টে হামলায় গ্রেফতারকৃতদের ছেড়ে দিয়েছে পুলিশ
লন্ডনের ওয়েস্টমিনিস্টার ব্রিজ ও ব্রিটিশ পার্লামেন্টে সন্ত্রাসী হামলার পর জড়িত সন্দেহে গ্রেফতারকৃত ১২ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হয়নি এবং ছেড়ে দেওয়া হয়েছে। ২২ মার্চ এ হামলায় পুলিশ কর্মকর্তাসহ ৫ ব্যক্তি নিহত হন। পুলিশের গুলিতে হামলাকারী ব্রিটিশ বংশোদ্ভূত খালিদ মাসুদ নিহত হয়। এক বিবৃতিতে মেট্রোপলিটন পুলিশ জানায়, ওয়েস্টমিনিস্টারে হামলায় জড়িত সন্দেহে যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছিল তাদের ছেড়ে দেওয়া হয়েছে। হামলার সঙ্গে তাদের কোনও যোগসূত্র পাওয়া যায়নি।
শনিবারের আগেই গ্রেফতারকৃত ১১ জনকে ছেড়ে দেওয়া হয়েছিল। শনিবার ১২তম ব্যক্তিকেও ছেড়ে দেওয়া হয়। ২২ মার্চ ২০১৭ বুধবার ওয়েস্টমিনস্টার সেতুর ওপর দিয়ে পার্লামেন্টের দিকে আসার পথে সজোরে গাড়ি চালিয়ে তা পথচারীদের ওপর উঠিয়ে দেন এক হামলাকারী। সেসময় বেশ কয়েকজন হতাহত হন। পরে গাড়িটি পার্লামেন্টের নিরাপত্তাবেষ্টনীতে গিয়ে আঘাত হানে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হামলাকারী ৮ ইঞ্চি ছুরি নিয়ে পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে এক পুলিশ সদস্যের ওপর ছুরিকাঘাত করেন তিনি। তখন পুলিশ হামলাকারীকে গুলি করে তাকে রুখে দেয়। গুলিতে নিহত হয় হামলাকারী। লন্ডন পুলিশ দাবি করে, সন্দেহভাজন হামলাকারীর নাম খালিদ মাসুদ। সহিংস অপরাধের অভিযোগে কারাগারে থাকার সময় খালিদ ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন বলে ধারণা করা হচ্ছে। কারাগারে থাকার সময়ই খালিদ ইসলামী উগ্রপন্থায় আগ্রহী হন বলে মনে করা হচ্ছে।