ব্রিটেনের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন
জগন্নাথপুরে বৃটিশ তিন এমপিসহ ১১ সদস্যের এক প্রতিনিধি দল শুক্রবার দুপুরে জগন্নাথপুর সফরে এসে জগন্নাথপুর আর্ট স্কুল পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় বলেন- ব্রিটেনের আর্থ-সামাজিক উন্নয়নে জগন্নাথপুরের প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তারা বলেন, বৃটেন প্রবাসী জগন্নাথপুরের মানুষ সেখানকার রাজনীতি, অর্থনীতি ও সামাজিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এ এলাকার অনেকেই পার্লামেন্ট মেম্বার, মেয়র, কাউন্সিলর সহ জনপ্রতিনিধি হিসাবে বলিষ্ট ভূমিকা রাখছেন। অনেকেই সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তা হিসাবে প্রশাসনিক কর্মকান্ডে গুরুপূর্ণ ভূমিকা রাখছেন। সেখানকার কারি শিল্প বৃটেনের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বৃটেন ও বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশ বৃটেনের খুবই ঘনিষ্ট বন্ধু। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন বৃটিশ লেবার দলীয় পার্লামেন্ট মেম্বার জেফস্মীথ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এমপি শাবানা মাহমুদ ও লুসি পাওয়েল। আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রনব বনিকের সভাপতিত্বে ও শিক্ষক জুনায়েদ আহমদ সজলের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৃটিশ কাউন্সিলর লুৎফুর রহমান, বৃটিশ কাউন্সিলর আবিদ চোহান, বৃটিশ কাউন্সিলর বাতেন শেখ, বৃটিশ কাউন্সিলর আলী ইলিয়াছ, আর্ট স্কুলের সাবেক শিক্ষক ও কমিউনিটি নেতা আমিনুল হক ওয়েছ, থানা ভারপ্রাপ্ত কর্মকতা হারুনুর রশীদ চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জগন্নাথপুর প্রেস ক্লাব সহ-সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সম্পাদক অমিত দেব, পৌর আওয়ামীলীগ সভাপতি ডাক্তার আব্দুল আহাদ, কাউন্সিল লুৎফুর রহমান, কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না প্রমুখ। এসময় আর্ট স্কুলের পক্ষ থেকে বৃটিশ এমপিদের ক্রেস্ট প্রদান করেন আর্ট স্কুলের শিক্ষিকা শিপা বেগম সহ শিক্ষক/শিক্ষিকাবৃন্দ। বৃটিশ এমপি সহ প্রতিনিধি দলকে প্রথমেই ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান স্কুলের শিশু শিক্ষার্থীবৃন্দ। মতবিনিময় শেষে বৃটিশ প্রতিনিধি দল আর্ট স্কুলের বিভিন্ন রুম পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন দৃশ্যের চিত্রকর্ম দেখে শিশু শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন।