ব্রিটেনের পর ইউরোপীয় ইউনিয়নের আর কোন সদস্য রাষ্ট্র ইইউ ছেড়ে যাবে না, এই ভেবে নিশ্চিন্ত আছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জিন-ক্লউদে জাঙ্কার। কারণ তিনি মনে করেন ‘ব্রেক্সিট’ এর সুফল অচিরেই সদস্যরাষ্ট্রগুলো বুঝতে পারবে। আর এ কারণেই ভবিষ্যতে আর কোন সদস্যদেশ ইইউ সদস্যপদ প্রত্যাহার করবে না। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটাই জানিয়েছেন। সাক্ষাৎকারে বিখ্যাত জার্মান পত্রিকা বিল্ড অ্যাম সোনটাজ-এর ‘অন্য কোন সদস্য দেশ ব্রিটেনের পথ অনুসরণ করতে পারে কিনা?’ এমন প্রশ্নের জবাবে জাঙ্কার বলেন, এটা যে ব্রিটেনের কোন ভালো সিদ্ধান্ত নয় তা অদূর ভবিষ্যতেই অন্যদেশগুলো বুঝতে পারবে।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাওয়ার পরিবর্তে বর্তমান সদস্যদেশগুলো পরস্পরের সাথে আরো জোড়ালো বন্ধনে আবদ্ধ হয়ে ইইউর সাথে তাদের চুক্তি নবায়ন করবে। ব্রিটেনকে ইইউ’র ‘সদস্য নয়’ এমন রাষ্ট্রের ন্যায়ই বিবেচনা করা হবে জানিয়ে জাঙ্কার বলেন, অর্ধেক সদস্যপদ নিয়ে পুরো সুবিধা নেওয়া সম্ভব নয়। ইউরোপের নিয়ম হল, খেতে বসলে সামনে যা আছে তা দিয়েই খাও নচেৎ খেতেই বসো না। এছাড়া, ভবিষ্যতে আরো অনেকদেশ ইইউ-র সাথে যুক্ত হবে বলেও জানিয়েছেন তিনি। তবে নিজের মেয়াদকাল ২০১৯ এর মধ্যেই তা সম্ভব নয়, কারণ আবেদন করা কোন দেশই এখন পর্যন্ত শর্ত পূরণ করতে সক্ষম হয়নি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn