ব্রিটেনে মন্ত্রীসহ ৩৬ এমপির বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ
যুক্তরাজ্যের মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের তালিকা দিন দিন দীর্ঘ হচ্ছে। দেশটির ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ৩৬ এমপির বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ পাওয়া গেছে। নারীদের সঙ্গে অশোভনীয় আচরণের জন্য এসব এমপির নামের তালিকা তৈরি করেছে টরি পার্টির নেতারা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী তেরেসা মে। তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি আর বরদাশত করা হবে না। অভিযুক্ত মন্ত্রী-এমপিদের তাদের পদ থেকে সরিয়ে দেয়ার হুমকিও দিয়েছেন তেরেসা। খবর দ্য ইন্ডিপেনডেন্টের। নারীদের সঙ্গে অনৈতিক আচরণের দায়ে কনজারভেটিভ পার্টির ৩৬ এমপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রকাশিত হয়েছে। এদের মধ্যে ২০ জন মন্ত্রীও রয়েছেন। কোনো কোনো নামের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত বর্ণনা করা হয়েছে। একজন এমপির সম্পর্কে বলা হয়েছে, পার্টিতে নারীদের স্পর্শ করেন তিনি। তার মধ্যে এই অশালীন প্রবণতা রয়েছে। আরেক এমপি এক নারীকে মুখ বন্ধ রাখতে অর্থ দিয়েছিলেন। এ তালিকায় রয়েছে বর্তমানে মন্ত্রিসভায় থাকা দুই মন্ত্রী। তাদের বিরুদ্ধেও একই রকম অভিযোগ রয়েছে। বাকি ১৮ জন মন্ত্রী অসামঞ্জস্যপূর্ণ আচরণের অভিযোগের মুখোমুখি।