বড় ভাইয়ের নির্দেশে অভিজিৎ হত্যায় অংশ নেন সোহেল
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) কথিত ‘বড় ভাই’র নির্দেশেই লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যায় অংশ নিয়েছিলেন মো. আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব (৩৪)। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) কাছে গ্রেফতার হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্যই দিয়েছেন তিনি। সোমবারই সোহেলকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান। সিটিটিসি সূত্র জানায়, গ্রেফতার সোহেল ব্লগার অভিজিৎ হত্যার আসামি ও আনসার আল ইসলামের ইন্টেলিজেন্স শাখার একজন সক্রিয় সদস্য। রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর ইকবাল রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে সোহেল জানান, সংগঠনের বড় ভাইয়ের নির্দেশে এবং পরিচালনায় তারা এ হত্যাকাণ্ড ঘটান।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে অমর একুশে গ্রন্থমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে অভিজিৎ রায়কে। তার সঙ্গে থাকা স্ত্রী বন্যা আহমেদ স্বামীকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়ে একটি আঙুল হারান। দীর্ঘ তদন্তের পর ২০১৬ সালের ২১ আগস্ট হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলের আশপাশের ৭টি ভিডিও প্রকাশ করে পুলিশ। এতে দেখা যায়, অভিজিৎ রায় ও তার স্ত্রী বন্যা আহমেদ বইমেলার মূল ফটক দিয়ে প্রবেশের পর বিভিন্নভাবে তাদের অনুসরণ করছিল ৬ সন্দেহভাজন হত্যাকারী। গ্রেফতার সোহেল তাদের মধ্যে অন্যতম বলে দাবি করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট।