ভর্তির ক্ষেত্রে নীতিমালা মানছে না রাজধানীর ৩টি কলেজ
ঢাকা : সরকারি নীতিমালা মেনে সব কলেজ একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু করলেও এখনো শুরু করেনি দেশের নামকরা হলিক্রস, সেন্ট জোসেফ ও নটরডেম কলেজ। ফলে সিদ্ধান্তহীনতার পাশাপাশি ভর্তি নিয়ে ভোগান্তি পড়েছে এসব কলেজে ভর্তিচ্ছু মেধাবী শিক্ষার্থীরা। কলেজ কর্তৃপক্ষ বলছে, সরকারি নীতিমালা অনুযায়ী সরাসরি অনলাইনের মাধ্যমে ভর্তি করালে মেধাবীরা বঞ্চিত হবে। বিষয়টি অস্বীকার করে শিক্ষাবোর্ড বলছে, নীতিমালায় শিক্ষার্থীদের মেধা ও পছন্দের কলেজের সমন্বয় ঘটানো হয়েছে। গত ৯ই মে থেকে সরকারি নীতিমালা অনুযায়ী অনলাইন ও এসএমএসের মাধ্যমে শুরু হয়েছে চলতি বছর একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম। যা মেনে নিয়ে দেশের ১০টি শিক্ষাবোর্ডের ৯০৮৩ টি প্রতিষ্ঠানের মধ্যে ৯০৮০টিই নির্দিষ্ট সময়ে ভর্তি কার্যক্রম শুরু করেছে। তবে, সরকারি নীতিমালা না মেনে এখনও কোনো ধরনের ভর্তি কার্যক্রম শুরু করেনি দেশের নামকরা নটরডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজ। তাই এসব কলেজে ভর্তিচ্ছুরা ভর্তির সবশেষ তথ্য জানতে প্রতিদিন কলেজ গেটে ভিড় করছেন। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দাবি, ভর্তির বিষয়ে এই তিনটি কলেজ এখনও কোন বিজ্ঞপ্তি প্রকাশ না করায় তারা কোন কলেজে ভর্তি হবেন তা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না।
শিক্ষার্থীরা বলেন, ‘সরকার সার্কুলার দিয়ে দিয়েছে যে কোন কলেজে কিভাবে ভর্তি হতে হবে বা কত পয়েন্ট লাগবে। নটরডেমের সার্কুলার কবে দিবে তাও আমরা জানি না। অন্যান্য কলেজেরতো ফল প্রকাশ হয়ে যাবে। কিছুদিন পর আমরা কি সেখানে ভর্তি হবো নাকি নটরডেমের জন্য অপেক্ষা করবো আমার দোটানাই পড়ে গেছি।’ বিষয়টি নিয়ে কথা হয় আন্তঃবোর্ড একাদশ শ্রেণী ভর্তি কমিটির আহবায়ক ড. মো. আশফাক সালেহিনের সঙ্গে। এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকারের তালিকাভুক্ত সব কলেজই ভর্তি নীতিমালা মানতে বাধ্য। তবে নীতিমালা কোন আইন নয় দাবি করে কলেজ কর্তৃপক্ষ বলছেন, কয়েক দিনের মধ্যেই আদালত থেকে রায় নিয়ে আলাদা পরীক্ষার মাধ্যমে তারা ভর্তি কার্যক্রম শুরু করবেন।
এবিষয়ে জানতে চাইলে নটরডেম কলেজের অধ্যক্ষ ড. হেমন্ত পিয়াস রোজারিও বলেন, ‘আমরা ভর্তির জন্য এখনও কোনো নির্দেশনা দেয়নি। আশা করছি কয়েকদিনের মধ্যে দিতে পারবো।’ ভর্তির ক্ষেত্রে সরকারি নীতিমালা না মানলেও তিনটি কলেজই অবশ্য লিখিত ভর্তি পরীক্ষার জন্য জিপিএ’র ভিত্তিতেই শিক্ষার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছেন তারা।