ভারতীয় গরু আটক, ব্যবসায়ীদের দাবি বাংলাদেশী গরু
তাহিরপুর উপজেলার বালিয়াঘাটা সীমান্তে বালিয়াঘাটা বিজিবি ক্যাম্পের সদস্যরা ১০টি ভারতীয় গরু আটক কেেছ। তবে এর সঙ্গে জড়িত ব্যবসায়ীরা দাবি করছেন গরুগুলি বাংলাদেশী। বিজিবি সূত্রে জানা যায়- বুধবার (১৯ এপ্রিল) রাতে বালিয়াঘাটা সীমান্তের মেইন পিলার ১২শ’ এর সাব-পিলার ১ এর নিকট হতে ৪ কি.মি বাংলাদেশের অভ্যন্তরে উত্তর বড়দল ইউনিয়নের বোরখাড়া নামক স্থান থেকে ১০টি ভারতীয় গরু আটক করে বিজিবি সদস্যরা। যার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে গরু ফেলে চোরাকারবারীরা পালিয়ে যায় বলে বিজিবি সূত্রে জানা গেছে।
আটককৃত গরুর বৈধ মালিকানা দাবি করে তাহিরপুর উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত নিদু মড়লের ছেলে গরু ব্যাবসায়ী সিরাজ মিয়া এ প্রতিবেদককে বলেন- বালিয়াঘাটা বিজিবি বুধবার যে ১০টি গরু আটক করেছে সেগুলি আমি গত ১৬ এপ্রিল স্থানীয় কৃষকদের নিকট উপজেলার বাদাঘাট বাজার থেকে ইজারাদারের রশিদ মূলে ক্রয় করেছি, ধর্মপাশা বাজারে নিয়ে গিয়ে বিক্রির জন্য। তাৎক্ষণিক বালিয়াঘাট বিজিবি ক্যাম্পে গিয়ে গরু ক্রয়ের বৈধ রশিদ দেখানোর পরও তারা গরুগুলো জব্দ করেছে।সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি বলেন- গরুর রশিদ দেখেছি এগুলো ভুয়া রশিদ। এ বিষয়ে মামলা দায়েরপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।