ভারতের কাছে পাত্তাই পেল না পাকিস্তান
ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। গোটা দুনিয়ার ক্রিকেটপ্রেমীরাই অধীর অপেক্ষায় থাকে দুই দলের শ্বাসরুদ্ধকর লড়াই দেখার জন্য। রোববারও তার ব্যতিক্রম ছিল না। কিন্তু এদিন ভারতের কাছে পাত্তাই পেল না পাকিস্তা
ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। গোটা দুনিয়ার ক্রিকেটপ্রেমীরাই অধীর অপেক্ষায় থাকে দুই দলের শ্বাসরুদ্ধকর লড়াই দেখার জন্য। রোববারও তার ব্যতিক্রম ছিল না। কিন্তু এদিন ভারতের কাছে পাত্তাই পেল না পাকিস্তান। বৃষ্টি আইনে পাকিস্তানকে ১২৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে জয় দিয়েই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করেছে ভারত।
চার হাফ সেঞ্চুরিতে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৪৮ ওভারে তিন উইকেটে ৩২০ রান। দুই দফা বৃষ্টি বাঁধায় শেষ পর্যন্ত পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ২৮৯ রানের। কিন্তু ভারতীয় বোলারদের দাপুটে বোলিংয়ে ৩৩.৪ ওভারেই ১৬৪ রানে গুটিয়ে যায় সরফ্রাজ আহমেদের দল। ভারত পায় ১২৪ রানের বড় জয়।
৪১ ওভারে ২৮৯ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে ৪৭ রানের ওপেনিং জুটি গড়েছিলেন আহমেদ শেহজাদ এবং আজহার আলী। এই জুটি ভাঙ্গার পর আর ‘বড়’ জুটি গড়তে পারেনি পাকিরা। ২২ বলে ১২ রান করা আহমেদ শেহজাদকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন পেসার ভুবনেশ্বর কুমার। এরপর আট রান করে উমেশ যাদবের বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন বাবর আজম। উদ্বোধনী ব্যাটসম্যান আজহার আলী অবশ্য একপাশ আগলে রেখেছিলেন। কিন্তু ব্যক্তিগত ৫০ রানে ফিরে যান তিনিও।
এরপর প্রায় নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে পাকিস্তান। থিতু হয়ে ফেরেন মোহাম্মদ হাফিজ। দুই চার আর এক ছক্কায় আক্রমণাত্মক শুরু করা শোয়েব মালিককে দারুণ এক থ্রোয়ে রান আউট করেন রবীন্দ্র জাদেজা। রানের খাতা খোলার আগে ফিরে যান ইমাদ ওয়াসিমও। এদিন দলের বিপদে পথ দেখাতে পারেননি অধিনায়ক সরফরাজ আহমেদও। শেষ পর্যন্ত ১৬৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ভারতের হয়ে উমেশ যাদভ একাই নেন তিন উইকেট। এছাড়া রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডে নেন দুটি করে উইকেট।
এর আগে বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাট করতে নামা ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। দুজনে মিলে গড়েন ১৩৬ রানের জুটি।শাদাব খানের বলে ধাওয়ান সাজঘরে ফিরলে ভাঙ্গে এই জুটি। আউট হওয়ার আগে ৬৫ বলে ছয় চার ও এক ছক্কায় ৬৮ রান করেন বাঁ-হাতি এই ওপেনার। ধাওয়ান ফিরে গেলেও সেঞ্চুরির পথে হাঁটছিলেন রোহিত। কিন্তু সেঞ্চুরি থেকে নয় রান দূরে থাকতেই রান আউটের শিকার হন তিনি। ১১৯ বলে সাত চার ও দুই ছক্কায় ৯১ রানের ঝলমলে এক ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান।
এরপর ঝড়ো ব্যাটিংয়ে দলকে বড় সংগ্রহ এনে দেন অধিনায়ক কোহলি ও যুবরাজ সিং। হাসান আলির বলে ৩২ বলে আট চার ও এক ছক্কায় ৫৩ রান করে যুবরাজ ফিরে গেলেও অপরাজিত থেকেই মাঠ ছাড়েন কোহলি। ৬৮ বলে ছয় চার তিন ছক্কায় ৮১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ভারতীয় এই অধিনায়ক। পাকিস্তানের হয়ে একটি করে উইকেট লাভ করেন হাসান আলি ও শাদাব খান। ৩২ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংসের সৌজন্যে ম্যাচ সেরার পুরস্কার জেতেন যুবরাজ সিং।