শুরুটা ভাল করলেও ইনিংসের মাঝখানে এসে অক্ষর পটেল, কেদার যাদবদের ঘূর্ণিতে পিছলে গেল শ্রীলঙ্কার ইনিংস। ১৩৯ রানে এক উইকেট থেকে পর পর উইকেট হারিয়ে ২১৬ রানে শেষ হয়ে গেল লঙ্কা বাহিনী। দু’টি করে উইকেট নিয়েছেন কেদার যাদব, চাহাল এবং বুমরাহ। তিন উইকেট পেয়েছেন অক্ষর পটেল। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান ডিকওয়েলার (৬৪)। মিশন বিশ্বকাপে নেমে পড়ল বিরাট কোহালির ভারত। সেই মিশনের প্রথম ধাপ হিসাবে রবিবার ডান্বুলায় শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বিরাট কোহালি অ্যান্ড কোং। টসে জিতে এ দিন প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কোহালি। শুরুটা অবশ্য বেশ ভালই করেছিল শ্রীলঙ্কা। টেস্ট সিরিজ হোয়াইটওয়াশ করার পর ম্যাথিউজদের ওয়ান ডে সিরিজেও টেক্কা দিতে দলে একাধিক পরিবর্তন আনল ভারত। টেস্টের দল থেকে বাদ পড়েছেন মোট ৭ জন। এসেছেন ধোনি, চাহাল, কেদার যাদবরা। ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে কিছু পরীক্ষা-নীরিক্ষা যে করা হবে, তা আগেই জানিয়েছিলেন কোহালি। বৃহত্তর স্বার্থে পরীক্ষা করতে গিয়ে কয়েকটা ম্যাচ হারলেও যে দল সেটা নিয়ে বিশেষ ভাবিত হবে না, তাও বুঝিয়ে দিয়েছিলেন কোহালি। সেই ভাবনারই প্রকাশ পাওয়া গেল এ দিন। প্রথম একাদশে সুযোগ পেলেন তরুণ যুজবেন্দ্র সিংহ চাহাল, অক্ষর পটেল, কেদার যাদবরা।

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn