ভারত-ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে টাইগাররা
ডাম্বুলায় আন্তর্জাতিক স্টেডিয়ামে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৯০ রানের বড় জয় পায় টাইগাররা। এ জয়ে ১-০ তে এগিয়ে বাংলাদেশ। এরই মধ্যে দেখা গেছে এক চমকপ্রদ পরিসংখ্যান।২০১৫ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপের পরে ওয়ানডে পরিসংখ্যানে অস্ট্রেলিয়া , ভারত আর ইংল্যান্ডেরও উপরে আছে টাইগাররা। জয়ের শতাংশে এগিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশের সামনে কেবল দক্ষিণ আফ্রিকা।
২০১৫ বিশ্বকাপের পর বাংলাদেশ ওয়ানডে দলের চেহারাটাই বদলে গেছে। ঘরের মাঠে জিতেছে টানা পাঁচটি ওয়ানডে সিরিজ। এই সময়ের মধ্যে খেলা সাত সিরিজের মাত্র দুটি হেরেছে বাংলাদেশ।২০১৫ বিশ্বকাপের পর বাংলাদেশ ওয়ানডে খেলেছে ২১টি (শ্রীলংকার সাথে প্রথম ওয়ানডে বাদে)। এর মধ্যে আট হার আর ১৩ জয় নিয়ে দুই নাম্বারে আছে বাঘেরা। জয়ের শতাংশ ৬১.৯০। বাংলাদেশের আগে দক্ষিণ আফ্রিকার জয় ৬৫.৭৯ শতাংশ ম্যাচে। অন্যদিকে অস্ট্রেলিয়া , ভারত ও ইংল্যান্ড ওয়ানডে জিতেছে শতকরা ৫৯.৫২, ৫৫.৫৬ ও ৫৮.৯৭টি করে। এ সিরিজে বাংলাদেশ শ্রীলংকাকে হোয়াইট ওয়াশ করতে পারলে প্রথমবারের মত ছয় নম্বরে উঠবে। আর এই তালিকারও শীর্ষে উঠে যাবে টাইগাররা। ২৪ ম্যাচে তখন জয় ১৬ ম্যাচে। শতকরা হিসেবে যেটি কিনা ৬৬.৬৭। তখন দক্ষিণ আফ্রিকারও উপরে উঠে যাবে টাইগাররা। প্রথম ম্যাচ জিতে সে হিসেবে ভালই এগিয়ে আছে মাশরাফির দল।